Ajker Patrika

বাগেরহাটে ভোরে অপহরণের শিকার শিশু রাতে উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১২: ০৫
বাগেরহাটে ভোরে অপহরণের শিকার শিশু রাতে উদ্ধার 

বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া-মাইট কুমড়া এলাকা থেকে অপহরণের শিকার আড়াই মাস বয়সী শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার বাসিন্দা আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ছেলে। গতকাল শুক্রবার (১৭ মার্চ) ভোরে তাকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে গতকাল গভীর রাতেই খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ব্যাগ থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানার পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ও পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম। 

এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির অপহরণের খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, ‘আমার ছেলেকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে এই অপহরণের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’ 

শিশুটির মা সুমি খাতুন বলেন, ‘মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কী যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারা দিন শুধু খাখা করেছে আমার বুক। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত