ইবি প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আজ সোমবার সমিতির নেতারা সভা ডাকেন। সভা শেষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কাছে কর্মকর্তাদের নাম চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১২ জনের নাম দেয় কর্মকর্তা সমিতি। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় সমিতির সভাপতি এমদাদুল আলমের কাছে তাঁর বাবা লোকপ্রশাসন বিভাগের লাইব্রেরিয়ান তোবারক হোসেন বাদলকে আসন বিন্যাস কমিটিতে না রাখার কারণ জানতে চান।
এর জবাবে এমদাদুল আলম বলেন, ‘এটি প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাঁদের প্রয়োজন মনে করেছে, এ কাজের জন্য তাঁদের সিলেক্ট করেছে। এতে আমার কোনো হাত ছিল না।’ এ নিয়ে তাঁর সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাগ্বিতণ্ডা হয়।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু ছাত্রলীগের মতোই চলবে। আমরা যা বলি তা করতে হবে।’ একপর্যায়ে জয়ের অনুসারীরা এমদাদুলকে মারতে উদ্যত হন। ছাত্রলীগ কর্মী শাহিন, হাফিজ, বাঁধনসহ ৮-১০ জন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।
বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে ক্যাম্পাসে কর্মকর্তা সমিতি জরুরি বৈঠকে বসেন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ দুজনই গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘এটা আমার ও কাকুর ব্যক্তিগত ব্যাপার। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি। আমি তাঁকে (এমদাদুল) কাকু বলে ডাকি। এখন কোনো সমস্যা নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘আমি তাদের আচরণে মানসিকভাবে আহত ও মনঃক্ষুণ্ন হয়েছি। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আজ সোমবার সমিতির নেতারা সভা ডাকেন। সভা শেষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কাছে কর্মকর্তাদের নাম চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১২ জনের নাম দেয় কর্মকর্তা সমিতি। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় সমিতির সভাপতি এমদাদুল আলমের কাছে তাঁর বাবা লোকপ্রশাসন বিভাগের লাইব্রেরিয়ান তোবারক হোসেন বাদলকে আসন বিন্যাস কমিটিতে না রাখার কারণ জানতে চান।
এর জবাবে এমদাদুল আলম বলেন, ‘এটি প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাঁদের প্রয়োজন মনে করেছে, এ কাজের জন্য তাঁদের সিলেক্ট করেছে। এতে আমার কোনো হাত ছিল না।’ এ নিয়ে তাঁর সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাগ্বিতণ্ডা হয়।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু ছাত্রলীগের মতোই চলবে। আমরা যা বলি তা করতে হবে।’ একপর্যায়ে জয়ের অনুসারীরা এমদাদুলকে মারতে উদ্যত হন। ছাত্রলীগ কর্মী শাহিন, হাফিজ, বাঁধনসহ ৮-১০ জন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।
বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে ক্যাম্পাসে কর্মকর্তা সমিতি জরুরি বৈঠকে বসেন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ দুজনই গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘এটা আমার ও কাকুর ব্যক্তিগত ব্যাপার। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি। আমি তাঁকে (এমদাদুল) কাকু বলে ডাকি। এখন কোনো সমস্যা নেই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘আমি তাদের আচরণে মানসিকভাবে আহত ও মনঃক্ষুণ্ন হয়েছি। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৪ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৭ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৭ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫