Ajker Patrika

আসন বিন্যাস কমিটিতে বাবাকে না রাখায় কর্মকর্তাকে লাঞ্ছিত ইবি ছাত্রলীগ নেতার, পরে দুঃখ প্রকাশ

ইবি প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৭: ০৭
আসন বিন্যাস কমিটিতে বাবাকে না রাখায় কর্মকর্তাকে লাঞ্ছিত ইবি ছাত্রলীগ নেতার, পরে দুঃখ প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে আজ সোমবার সমিতির নেতারা সভা ডাকেন। সভা শেষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষার আসন বিন্যাসের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কাছে কর্মকর্তাদের নাম চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ১২ জনের নাম দেয় কর্মকর্তা সমিতি। বিষয়টি জানাজানি হওয়ার পর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয় সমিতির সভাপতি এমদাদুল আলমের কাছে তাঁর বাবা লোকপ্রশাসন বিভাগের লাইব্রেরিয়ান তোবারক হোসেন বাদলকে আসন বিন্যাস কমিটিতে না রাখার কারণ জানতে চান।

এর জবাবে এমদাদুল আলম বলেন, ‘এটি প্রশাসনের কাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাঁদের প্রয়োজন মনে করেছে, এ কাজের জন্য তাঁদের সিলেক্ট করেছে। এতে আমার কোনো হাত ছিল না।’ এ নিয়ে তাঁর সঙ্গে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাগ্‌বিতণ্ডা হয়।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্ববিদ্যালয়ের সবকিছু ছাত্রলীগের মতোই চলবে। আমরা যা বলি তা করতে হবে।’ একপর্যায়ে জয়ের অনুসারীরা এমদাদুলকে মারতে উদ্যত হন। ছাত্রলীগ কর্মী শাহিন, হাফিজ, বাঁধনসহ ৮-১০ জন কর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ সময় অন্য কর্মকর্তারা এসে পরিস্থিতি শান্ত করেন।

বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে সকালে ক্যাম্পাসে কর্মকর্তা সমিতি জরুরি বৈঠকে বসেন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ দুজনই গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘এটা আমার ও কাকুর ব্যক্তিগত ব্যাপার। সেখানে বলার মতো তেমন কিছু ঘটেনি। আমি তাঁকে (এমদাদুল) কাকু বলে ডাকি। এখন কোনো সমস্যা নেই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘আমি তাদের আচরণে মানসিকভাবে আহত ও মনঃক্ষুণ্ন হয়েছি। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত