Ajker Patrika

খুলনার বটিয়াঘাটায় চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৭ মে ২০২২, ১২: ৪৩
খুলনার বটিয়াঘাটায় চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ

খুলনার বটিয়াঘাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উপজেলার সুরখালী বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। 

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বটিয়াঘাটা উপজেলার সুরখাী বাজার এলাকায় বাবুল ফকির, তাঁর স্ত্রী ও দুই জামাই মিলে আকবর ফকিরের ছেলে হালিম ফকিরের (৩০) ওপর হামলা করেন। লাঠি নিয়ে হালিমকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করা হয়। স্থানীয়রা হালিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে শুক্রবার রাতে হালিম ফকির গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে নিহত হালিমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত হালিমের পরিবার জানায়, রাস্তার পাশে ভ্যানগাড়ি রাখাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হালিম হত্যার সঙ্গে জড়িত বাবুল ফকির ও তাঁর স্ত্রী আলেয়া বেগম এবং তাঁর দুই জামাই ইকবাল হোসেন ও ওয়াহিদুরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। 

সুরখালী ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘হালিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।’ 

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাজালাল বলেন, ‘চারজনকে আটক করা হয়েছে। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো মামলা রেকর্ড করা হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত