Ajker Patrika

খুলনায় কোকেন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৬: ২৩
খুলনায় কোকেন মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

খুলনায় কোকেন উদ্ধারের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এই মামলায় আরও চার আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। ২০১৭ সালের রূপসা থানায় এই মামলার রায় ঘোষণার সময় ছয় আসামিই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার রায়ে আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। এ ছাড়া এই মামলায় সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, আরিফুর রহমান ছগিরকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ জরিমানা ও অনাদায়ে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং বিকাশ চন্দ্র মণ্ডল, এসএম এরশাদ হোসেন ও ফজলুর রহমান ফকিরকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ১১ আগস্ট রাত পৌনে ১০টার দিকে র‍্যাব-৬ এর খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ময়লাপোতা মোড় থেকে সোহেল রানা নামের এক ব্যক্তিকে ২৩০ গ্রাম কোকেনসহ আটক করে। পরে তাঁর স্বীকারোক্তিতে গগন বাবু রোডের একটি বাড়ি থেকে কোকেন বিক্রির মূল হোতা আরিফুর রহমান ছগিরকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র মণ্ডল ও ফজলুর রহমান ফকিরকে গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় টুটপাড়ায় অভিযান চালিয়ে এস এম এরশাদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর রূপসা উপজেলার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বিকাশ চন্দ্র বিশ্বাসকে গ্রেপ্তার করা হলে তিনটি কোকেনের প্যাকেট বের করে দেয় সে। যার মধ্যে দুই কেজি ২০ গ্রাম কোকেন পাওয়া যায়। সোয়া দুই কেজি কোকেনের মূল্য ২২ কেটি ৫০ লাখ টাকা। 

র‍্যাব কর্মকর্তা মো. রবিউল ইসলাম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত করেন, র‍্যাব কর্মকর্তা বজলুর রশিদ। গত ১৭ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করে। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এনামুল হক। তবে আসামি ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিল্টন। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত