Ajker Patrika

পোষা কুকুরের ঝগড়ার জেরে মালিকের গুলি, প্রাণ গেল ২ প্রতিবেশীর 

পোষা কুকুরের ঝগড়ার জেরে মালিকের গুলি, প্রাণ গেল ২ প্রতিবেশীর 

দুই পোষা কুকুরের মধ্যে ঝগড়া দুই মালিকের মধ্যে গড়িয়েছে। এর জের ধরে ক্ষিপ্ত এক মালিকের এলোপাতাড়ি গুলিতে দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। ভারতের ইন্দোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী রাজপাল সিং রাজাওয়াত বারান্দা থেকে গুলি ছুঁড়েছিলেন। তার গুলিতে আরও ছয় জন আহত হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কৃষ্ণবাগ কলোনির গলিতে রাজাওয়াত ও তাঁর প্রতিবেশী বিমল অচলা (৩৫) নিজ নিজ পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হলে ঘটনার সূত্রপাত হয়। কুকুর দুটি একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। শিগগিরই তা দুই মালিকের ঝগড়ায় রূপ নেয়। 

তাদের ঝগড়া দেখে আশপাশের মানুষ জড়ো হতে থাকেন। এক পর্যায়ে রাজাওয়াত দৌড়ে ঘরে গিয়ে রাইফেল বের করে বারান্দা থেকে জটলার দিকে গুলি ছুঁড়তে থাকেন। এতে আটজন আহত হন। সবাইকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে অচলা ও আরেক প্রতিবেশী রাহুল বার্মাকে (২৭) চিকিৎসক মৃত ঘোষণা করে।

আহত বাকি ছয়জনের দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় রাজাওয়াত, তাঁর ছেলে সুধীর ও আরেক আত্মীয়কে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ বলছে, গোয়ালিয়রের বাসিন্দা রাজাওয়াতের লাইসেন্স করা ১২–বোর রাইফেল ছিল। সেজন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান তাঁকে নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেয়।

এনডিটিভির প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, রাজাওয়াত ঘরের বারান্দা থেকে সড়কে অস্ত্র তাক করার আগে সতর্ক করার জন্য উপরের দিকে গুলি ছুঁড়েন। গুলির শব্দের সঙ্গে রাস্তায় মানুষের চিৎকারও শোনা যাচ্ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত