Ajker Patrika

নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করায় পরিবারের ৩ জনকে মেরে আত্মহত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৮
নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করায় পরিবারের ৩ জনকে মেরে আত্মহত্যা

নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করায় স্ত্রীসহ পরিবারের ৩ সদস্যকে হত্যা করে আত্মহত্যা করলেন এক চা দোকানদার। এ ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলায়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট জি জওহর বলেন, লক্ষ্মণন একটি চায়ের দোকান চালাতেন। তাঁর মেয়ে নিম্নবর্ণের ছেলেকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন লক্ষ্মণন। 

যে মেয়েকে নিয়ে ঘটনার সূত্রপাত, তিনি এখন স্বামীর বাড়িতে আছেন এবং নিরাপদে রয়েছেন। 

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

বর্ণ ইস্যুতে হামলার ঘটনা তামিলনাড়ুর কিছু গ্রামীণ এলাকায় প্রায়ই ঘটে। 

২০১৬ সালে তামিলনাড়ুর উদুমালপেটে উচ্চবর্ণের এক মেয়েকে বিয়ে করায় প্রকাশ্যে খুন হন ভি শংকর নামে এক যুবক। 

এ ঘটনায় ওই মেয়ের বাবাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে অবশ্য ২০২০ সালে মাদ্রাজ হাইকোর্ট ওই মেয়ের বাবাকে বেকসুর খালাস দেন এবং বাকিদের সাজা কমিয়ে যাবজ্জীবন দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত