Ajker Patrika

চুলের কাটিং নিয়ে ক্ষুব্ধ, ১৬ তলা থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১: ৫৯
চুলের কাটিং নিয়ে ক্ষুব্ধ, ১৬ তলা থেকে লাফিয়ে কিশোরের আত্মহত্যা

এক আত্মীয় ধরে নিয়ে সেলুনে বসিয়ে দিয়েছিল। কিন্তু বাড়িতে এসে আয়নায় নিজের চেহারা দেখে রেগে যায় কিশোর। চুলের কাটিং তার একদমই পছন্দ হয়নি। এই ক্ষোভ থেকে সবার অলক্ষ্যে বাড়ির বাথরুমের জানালায় উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সে। 

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। ওই কিশোরের বাড়ি রাজ্যের পালগড় জেলার নবগড় শহরে। 

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ১৩ বছর বয়সী ওই কিশোর গত মঙ্গলবার রাতে ভবন থেকে লাফ দেয়। ভয়ান্দর এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে সে লাফ দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অষ্টম শ্রেণি পড়ুয়া ওই কিশোরকে তার এক আত্মীয় সেলুনে নিয়ে যায়। সেখানে তার চুল ছোট করা হয়। এই কাটিং নিয়ে সে ক্ষুব্ধ ছিল। রাত সাড়ে ১১টার দিকে ১৬ তলায় তাদের ফ্ল্যাটের বাথরুমের জানালা দিয়ে সে লাফ দেয়। ভবনের নিচে কিশোরের নিথর দেহ রক্তের ওপর ভাসছিল। 

নবগড় পুলিশ এ ঘটনায় একটি মামলা নথিভুক্ত করেছে। এ নিয়ে তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত