Ajker Patrika

বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

মির্জাপুরে বিয়ের দাবিতে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা (১৮)। তাঁকে কোনোভাবে প্রেমিকের বাড়ি থেকে সরানো যাচ্ছে না। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামে প্রেমিক রিপন মিয়ার বাড়িতে অবস্থান নেন প্রেমিকা।

রিপন মিয়া আদাবাড়ি গ্রামের মো. শাজাহান মিয়া ছেলে। তিনি পেশায় একজন ড্রাম ট্রাক চালক। 

জানা গেছে, কয়েক মাস আগে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে রিপনের। গত মাস খানেক ধরে তিনি রিপনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু রিপন তাতে রাজি হচ্ছিলেন না। অবশেষে গতকাল সোমবার সন্ধ্যায় বিয়ের দাবিতে রিপনের বাড়িতে এসে অবস্থান নেন তিনি। তাঁকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছেন।

এদিকে এ খবর পেয়ে প্রেমিক রিপন তাঁর মোবাইল বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। ফলে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

রিপনের বড় ভাই জহিরুল ইসলাম জানান, রাতেই স্থানীয় মুরুব্বিগণ মেয়ের বাবাকে খবর দিয়ে মেয়েকে বাড়িতে পাঠানো চেষ্টা করেন। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। 

আদাবাড়ি নবীণ সংঘের সভাপতি নাজমুল হাসান জানান, মেয়ের বাবাকে খবর দিয়ে বুঝিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিছু দূর যাওয়ার পর পুনরায় মেয়েটি ছেলের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত