নারায়ণগঞ্জ প্রতিনিধি
ছিনতাই ও অপহরণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক নাহিদ মাসুম। একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানার পুলিশ। তাঁরা হলেন রূপগঞ্জের ভুলতা এলাকার আতিকুর রহমান সোহেল (২৯), হালিম মিয়া (২০) ও বিজয় (২৬)। এই চারজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার বিকেলে সজীব (২৫) নামের এক ব্যবসায়ী আড়াইহাজার থানায় মামলা করেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে আড়াইহাজার উপজেলার প্রভাকরদী বাজার এলাকা থেকে সজীব ও তাঁর বন্ধু রাসেলকে অপহরণের চেষ্টার সময় ডেমরা থানার এসআই মোজাম্মেল হকসহ চারজনকে আটক করে আড়াইহাজার থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সরকারি পিস্তল, দুটি হ্যান্ডকাফ ও ছিনতাই করা টাকা জব্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বন্ধু রাসেল মিয়ার (২৬) সঙ্গে রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সজীব। পথে প্রভাকরদী এলাকায় সজীবের মামা সবুজের (৪০) সঙ্গে দেখা করতে বাজারের পাশে নামেন তাঁরা। সেখানে এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাঁদের ঘিরে ধরেন। এ সময় মোজাম্মেল পুলিশ পরিচয় দিয়ে সজীব ও রাসেলকে হাতকড়া পরান। সঙ্গে থাকা বাকি চারজন নিজেদের কনস্টেবল পরিচয় দিয়ে সজীবের সঙ্গে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন এবং রাসেলের সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর দুজনকে টেনেহিঁচড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর চেষ্টা করেন মোজাম্মেল ও তাঁর সঙ্গীরা।
একপর্যায়ে সজীব ও রাসেল চিৎকার করলে একটু দূরে টহলরত আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক নুরে আলম ফোর্স নিয়ে এগিয়ে আসেন। এরপর মোজাম্মেল নিজেদের ডেমরা থানার পুলিশ সদস্য পরিচয় দিলে নুরে আলম তাঁদের কাছে পরিচয়পত্র দেখতে চান, কিন্তু তাঁরা পরিচয়পত্র দেখাতে পারেননি। বিষয়টি আড়াইহাজার থানায় জানালে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায় এবং আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা একজন পালিয়ে যান।
গ্রেপ্তার মোজাম্মেল হককে পুলিশের এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তবে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি তিনজন ডেমরা থানার কনস্টেবল নন বলে জানান তিনি।
এ বিষয়ে আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম বলেন, ‘আসামিদের ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তকাজ ডিবি করবে।’
ছিনতাই ও অপহরণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার উপপরিদর্শক নাহিদ মাসুম। একই মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানার পুলিশ। তাঁরা হলেন রূপগঞ্জের ভুলতা এলাকার আতিকুর রহমান সোহেল (২৯), হালিম মিয়া (২০) ও বিজয় (২৬)। এই চারজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার বিকেলে সজীব (২৫) নামের এক ব্যবসায়ী আড়াইহাজার থানায় মামলা করেন।
গত বৃহস্পতিবার গভীর রাতে আড়াইহাজার উপজেলার প্রভাকরদী বাজার এলাকা থেকে সজীব ও তাঁর বন্ধু রাসেলকে অপহরণের চেষ্টার সময় ডেমরা থানার এসআই মোজাম্মেল হকসহ চারজনকে আটক করে আড়াইহাজার থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে সরকারি পিস্তল, দুটি হ্যান্ডকাফ ও ছিনতাই করা টাকা জব্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বন্ধু রাসেল মিয়ার (২৬) সঙ্গে রূপগঞ্জের গাউসিয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সজীব। পথে প্রভাকরদী এলাকায় সজীবের মামা সবুজের (৪০) সঙ্গে দেখা করতে বাজারের পাশে নামেন তাঁরা। সেখানে এসআই মোজাম্মেলসহ পাঁচজন তাঁদের ঘিরে ধরেন। এ সময় মোজাম্মেল পুলিশ পরিচয় দিয়ে সজীব ও রাসেলকে হাতকড়া পরান। সঙ্গে থাকা বাকি চারজন নিজেদের কনস্টেবল পরিচয় দিয়ে সজীবের সঙ্গে থাকা নগদ ৮২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন এবং রাসেলের সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এরপর দুজনকে টেনেহিঁচড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর চেষ্টা করেন মোজাম্মেল ও তাঁর সঙ্গীরা।
একপর্যায়ে সজীব ও রাসেল চিৎকার করলে একটু দূরে টহলরত আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক নুরে আলম ফোর্স নিয়ে এগিয়ে আসেন। এরপর মোজাম্মেল নিজেদের ডেমরা থানার পুলিশ সদস্য পরিচয় দিলে নুরে আলম তাঁদের কাছে পরিচয়পত্র দেখতে চান, কিন্তু তাঁরা পরিচয়পত্র দেখাতে পারেননি। বিষয়টি আড়াইহাজার থানায় জানালে এসআই নাহিদ মাসুমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে যায় এবং আসামিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা একজন পালিয়ে যান।
গ্রেপ্তার মোজাম্মেল হককে পুলিশের এসআই বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। তবে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বাকি তিনজন ডেমরা থানার কনস্টেবল নন বলে জানান তিনি।
এ বিষয়ে আড়াইহাজার থানার এসআই নাহিদ মাসুম বলেন, ‘আসামিদের ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটির তদন্তকাজ ডিবি করবে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫