Ajker Patrika

পদ্মা সেতুর কাজে ব্যবহৃত চুরি যাওয়া রডসহ আটক ২

প্রতিনিধি
পদ্মা সেতুর কাজে ব্যবহৃত চুরি যাওয়া রডসহ আটক ২

লৌহজং (মুন্সিগঞ্জ): পদ্মা সেতুর কাজে ব্যবহৃত রড চুরি করে বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছেন সেনাবাহিনীর ব্রিগেড ১৯ ইউনিট। আজ বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে লৌহজংয়ের মাওয়া বাজার থেকে চুরি যাওয়া ১২০ কেজি রড উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, ভাঙ্গারি দোকান মালিক আনোয়ারুল ইসলাম ও মো. জীবন মিয়া।

লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, কমান্ডার সার্জেন্ট হারুনের নেতৃত্বে মো. আনোয়ারুল ইসলামের ভাঙ্গারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় পদ্মা সেতুর কাজে নিয়োজিত MBEC-5 কোম্পানি থেকে চুরি যাওয়া ১২০ কেজি রডের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানমালিক আনোয়ারুল ইসলাম ও মো. জীবন মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত