Ajker Patrika

ফারমার্স ব্যাংক থেকে ঋণ: ১২ প্রতিষ্ঠানকে তলব করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফারমার্স ব্যাংক থেকে ঋণ: ১২ প্রতিষ্ঠানকে তলব করেছে দুদক

বর্তমান পদ্মা ব্যাংক লিমিটেড এবং সাবেক দ্য ফারমার্স ব্যাংকের মতিঝিল, গুলশান, খাতুনগঞ্জ, শ্যামপুর ও হালুয়াঘাট শাখা থেকে ঋণ নিয়ে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২ প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব প্রতিষ্ঠানকে আগামী ১৬ জুনের মধ্যে ঋণ সংশ্লিষ্ট নথিপত্র কমিশনে পাঠানোর জন্য চিঠিতে বলা হয়েছে। 

আজ রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে প্রতিষ্ঠানগুলোর ঋণ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়। সূত্র জানিয়েছে, পদ্মা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইওর কাছেও ঋণ সংশ্লিষ্ট নথিপত্র চাওয়া হয়েছে। দুদকের পাঠানো চিঠিতে চাহিদাকৃত নথিপত্র ও রেকর্ডপত্রের সত্যায়িত কপি আগামী ১৬ জুনের মধ্যে দুর্নীতি দমন কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়। 

ফারমার্স ব্যাংকের মতিঝিল শাখা থেকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড, নাহার ব্র্যান্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এগ্রো এরিনা অ্যাসোসিয়েটস, আবেদা মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড ও উইনসাম ইমপেক্স, গুলশান করপোরেট শাখা থেকে চিটাগং ফিশারিজ, এ্যাপেল গ্লোবাল টেল কমিউনিকেশনস লিমিটেড, গলফ ওরেন্ট সিওএস ও এগ্রোটেক অটো রাইস মিলস লিমিটেড, খাতুনগঞ্জ শাখা থেকে শীতল এন্টারপ্রাইজ, শ্যামপুর শাখা থেকে আল ফেরদৌস রি-রোলিং মিলস এবং হালুয়াঘাট শাখা থেকে ফুলপুর ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভিন্ন সময়ে প্রায় ৯০০ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু পরবর্তীতে এসব প্রতিষ্ঠান আর ঋণ ফেরত দেয়নি। 

৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়মনীতির তোয়াক্কা না করে ঋণ প্রদান, সুবিধা নিয়ে আর্থিক লাভবান হওয়ার উদ্দেশ্যে বাহকের হিসাব ব্যবহার করে আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচার করা হয়েছে; যার পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারি ও সহকারী পরিচালক সহিদুর রহমান এই অভিযোগ তদন্তের দায়িত্ব পালন করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত