Ajker Patrika

এক বছরের ছোট্ট শিশুটিকে ছুরিকাঘাত করে মারল কে? 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১৫: ১২
এক বছরের ছোট্ট শিশুটিকে ছুরিকাঘাত করে মারল কে? 

রাজধানীর দক্ষিণখানে এক বছরের একটি শিশুকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শিশুটির নাম মো. মাহতাব উদ্দিন। শিশুটি মহিউদ্দিন বাপ্পি ও ইসরাত জাহান ইভা দম্পতির ছেলে। আজ শুক্রবার ভোরে দক্ষিণখান ফায়দাবাদ উত্তরপাড়ার নূরানী জামে মসজিদ রোডের ৬৬৭ নম্বর বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। 

শিশুটির মা ইসরাত জাহান ইভা আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে আমি ও ছেলে রুমে ঘুমিয়ে ছিলাম। গ্যাস থাকে না, তাই ভোররাতে উঠে রান্নাঘরে গিয়েছিলাম। ছেলে রুমের মধ্যে শুয়ে ছিল। তখন রুমের জানালা দিয়ে পেটের মধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে গিয়ে দেখি মাহতাবের নাড়ীভুঁড়ি বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার বাবা মারা যায়।’ 

দক্ষিণখান থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

দক্ষিণখান থানার সার্ভিস ডেলিভারি অফিসের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোছা. আসমা আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় স্যাররা জিজ্ঞাসাবাদ করছেন। এখনো মামলা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বলেন, ‘দক্ষিণখানের ফায়দাবাদে এক বছর বয়সী মাহতাব উদ্দিন নামের এক শিশুকে খুন করা হয়েছে। পরে বিস্তারিত বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত