Ajker Patrika

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ জুলাই ২০২২, ১১: ৪২
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় টিভি দেখার নাম করে বাসায় গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুবেল মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসায় গত মঙ্গলবার (১২ জুলাই) ওই স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন রুবেল মিয়া। ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার মামলা করেন। মামলার পরপরই টাঙ্গাইল সদরের একটি স্কুল থেকে ধর্ষক রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ মহসীন জানান, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর বাবা একজন ব্যবসায়ী। বাসার পাশেই দোকান। সেই দোকানের কর্মচারী ছিলেন রুবেল মিয়া। সেই সুবাদে বাসায় যাতায়াত ছিল। ঘটনার দিন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বকেয়া আদায়ের জন্য বের হন। দোকানে বসেন ভুক্তভোগী স্কুলছাত্রীর মা। তখন রুবেল টিভি দেখার কথা বলে বাসায় যায়। পরে ওই ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করে। রাতে দোকান থেকে মা-বাবা বাসায় ফিরলে তাদের কাছে সব বলে দেয় ভুক্তভোগী স্কুলছাত্রী। সব ফাঁস হয়ে গেছে বুঝতে পেরে পালিয়ে যান রুবেল। মামলা দায়ের হলে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত