গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে নগদ অর্থ ও মোবাইল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আজ রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল শনিবার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয় বহুতল ভবনের উদ্বোধন উপলক্ষে এক জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। এ সময় সুকৌশলে সংবদ্ধ চোরচক্রের সদস্যরা ইউপি চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পকেট থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা চুরি করে। এবং শিক্ষা কর্মকর্তাসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি করে। এ সময় স্থানীয় নেতা–কর্মীরা অভিযুক্ত চোর বাদল মিয়া (৫০) কে আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় বরমী ইউনিয়নের বরনল গ্রামের কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার রাতে শ্রীপুর থানায় করা এ মামলার আসামিরা হলেন—খুলনা জেলার সদর উপজেলার ৩০ / ১ ডিবি রোডের মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মো. বাদল মিয়া (৫০), চট্টগ্রাম জেলার কাঞ্চনা এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে, আব্দুল মান্নানের ছেলে সুমন (২৭) সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠান থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিনের মোবাইল ফোন, এবং তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের টাকা-পয়সা নিয়ে যায়।
এদিকে শনিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে নেতা–কর্মীদের ভিড়ের মধ্যে সংবদ্ধ চোরচক্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম চৌধুরীর পকেট থেকে ৪৭ হাজার টাকা, বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসের ৬২ হাজার এবং কামরুল হাসানের পকেট থেকে ৩৮ টাকা নিয়ে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই প্রদীব কুমার জানান, ঘটনাস্থল থেকে মো. বাদল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে নগদ অর্থ ও মোবাইল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
আজ রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। গতকাল শনিবার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয় বহুতল ভবনের উদ্বোধন উপলক্ষে এক জনসভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। এ সময় সুকৌশলে সংবদ্ধ চোরচক্রের সদস্যরা ইউপি চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের পকেট থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা চুরি করে। এবং শিক্ষা কর্মকর্তাসহ বেশ কয়েকজনের মোবাইল ফোন চুরি করে। এ সময় স্থানীয় নেতা–কর্মীরা অভিযুক্ত চোর বাদল মিয়া (৫০) কে আটক করে পুলিশে দিয়েছে।
এ ঘটনায় বরমী ইউনিয়নের বরনল গ্রামের কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেছেন। শনিবার রাতে শ্রীপুর থানায় করা এ মামলার আসামিরা হলেন—খুলনা জেলার সদর উপজেলার ৩০ / ১ ডিবি রোডের মোহাম্মদ মফিজ উদ্দিনের ছেলে মো. বাদল মিয়া (৫০), চট্টগ্রাম জেলার কাঞ্চনা এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে, আব্দুল মান্নানের ছেলে সুমন (২৭) সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বলদীঘাট জেএম সরকার উচ্চ বিদ্যালয়ের নতুন বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠান থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিনের মোবাইল ফোন, এবং তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকারের টাকা-পয়সা নিয়ে যায়।
এদিকে শনিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে নেতা–কর্মীদের ভিড়ের মধ্যে সংবদ্ধ চোরচক্র স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম চৌধুরীর পকেট থেকে ৪৭ হাজার টাকা, বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসের ৬২ হাজার এবং কামরুল হাসানের পকেট থেকে ৩৮ টাকা নিয়ে নেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই প্রদীব কুমার জানান, ঘটনাস্থল থেকে মো. বাদল মিয়াকে আটক করে পুলিশে দিয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫