Ajker Patrika

নরসিংদী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২৩, ১৪: ২৬
নরসিংদী বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সাদেকুর রহমানের পর গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মী আশরাফুল ইসলাম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আশরাফুলের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ‘পিঠে গুলিবিদ্ধ অবস্থায় গতকাল সন্ধ্যায় আশরাফুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আজ সকালে মারা যায় সে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।’ 

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. আক্তার হোসেন জানান, রাতেই অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে রাখা হলে সেখানেই আশরাফুলের মৃত্যু হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপিরকার্যালয়ের পাশে দুই গ্রুপের সংঘর্ষে গুলির ঘটনা ঘটে। এতে আহত নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাদেকুর রহমান (৩৫) ও আশরাফুল ইসলামকে (২০) ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরপরই চিকিৎসক সাদেকুরকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ জানান, ছাত্রদলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত