নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পাওনা ২০ লাখ টাকা চাওয়ায় গাজীপুরের ব্যবসায়ী আহসান হাবিবকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুন নবী ওরফে রনিকে (২৭) গ্রেপ্তার করেছে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়। পাওনা টাকা চাওয়ায় নুরুন নবী ওরফে রনি ব্যবসায়ী হাবিবের শরীরে আগুন লাগিয়ে দিয়ে রাস্তায় ফেলে দেন। পরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, গত ৭ মে সন্ধ্যায় সাভারে পাওনা টাকা আদায়ে বের হন ওই গার্মেন্টস ব্যবসায়ী। পরে কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকার একটি বাসার নিচতলায় আগুনে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। পরদিন ৮ মে চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিব হাসপাতালে মারা যান। নিখোঁজ হওয়ার চার দিন পর গত ১১ মে আহসান হাবিবের মরদেহ শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার শ্যালক জাকারিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, মামলাটির ছায়া তদন্তে নেমে হত্যাকাণ্ডের অভিযুক্ত সম্পর্কে জানতে পারে সিআইডি। পরে গতকাল সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে নুরুন নবী ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, নুরুন নবীর কাছে নিহত ব্যবসায়ী আহসান হাবিব ২০ লাখ টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রনি তার আরও তিন সহযোগী নিয়ে আহসান হাবিবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তারপর গায়ে আগুন ধরিয়ে দেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা: পাওনা ২০ লাখ টাকা চাওয়ায় গাজীপুরের ব্যবসায়ী আহসান হাবিবকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুন নবী ওরফে রনিকে (২৭) গ্রেপ্তার করেছে সিআইডি।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলছে, ব্যবসায়িক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়। পাওনা টাকা চাওয়ায় নুরুন নবী ওরফে রনি ব্যবসায়ী হাবিবের শরীরে আগুন লাগিয়ে দিয়ে রাস্তায় ফেলে দেন। পরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, গত ৭ মে সন্ধ্যায় সাভারে পাওনা টাকা আদায়ে বের হন ওই গার্মেন্টস ব্যবসায়ী। পরে কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকার একটি বাসার নিচতলায় আগুনে দগ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। পরদিন ৮ মে চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিব হাসপাতালে মারা যান। নিখোঁজ হওয়ার চার দিন পর গত ১১ মে আহসান হাবিবের মরদেহ শনাক্ত করে তার পরিবার। এ ঘটনায় তার শ্যালক জাকারিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
সিআইডির এই কর্মকর্তা বলেন, মামলাটির ছায়া তদন্তে নেমে হত্যাকাণ্ডের অভিযুক্ত সম্পর্কে জানতে পারে সিআইডি। পরে গতকাল সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে নুরুন নবী ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, নুরুন নবীর কাছে নিহত ব্যবসায়ী আহসান হাবিব ২০ লাখ টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যবসায়িক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে রনি তার আরও তিন সহযোগী নিয়ে আহসান হাবিবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তারপর গায়ে আগুন ধরিয়ে দেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫