Ajker Patrika

চাকরি না পেয়ে প্রতারণায়, ৩ বছরে কোটি টাকা হাতিয়েছেন শিপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাকরি না পেয়ে প্রতারণায়, ৩ বছরে কোটি টাকা হাতিয়েছেন শিপন

রাজধানীর কাকরাইলের একটি বেসরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক নাসির ‍উদ্দিন (৫১)। চলতি বছরের ৩ জানুয়ারি ক্লাস করানোর সময়ে দেখতে পান তাঁর ইমো আইডিটি কেউ একজন ব্যবহার করছে। বিভিন্ন স্বজনকে অসুস্থতার বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হচ্ছে। পরে যাচাই করে দেখতে পান চক্রটি বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

এ ঘটনায় গত ৬ জানুয়ারি রাজধানী রমনা থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই শিক্ষক। 

দীর্ঘ তদন্ত শেষে রাজশাহী জেলার বাঘা উপজেলা থেকে ইমো হ্যাক ও প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চক্রের মূল হোতা মো. শিপন আহম্মেদ ওরফে আরিফ (২৫), মো. মজিবুল ইসলাম ওরফে নজিবুল ইসলাম (২৩) ও মো. রাসেল আহম্মেদ (২২)। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও বিপুল পরিমাণ সিম উদ্ধার করা হয়েছে। 

আজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ। 

তিনি বলেন, বিশেষ কৌশল ব্যবহার করে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে চক্রটি। এরপর চক্রের সদস্যরা কৌশলে আইডিতে যুক্ত হয়ে কোড হাতিয়ে নেয়। এভাবে ইমো আইডির নিয়ন্ত্রণ নিয়ে প্রবাসে অবস্থানসহ দূরে অবস্থানরত স্বজনদের অসুস্থতা ও বিপদের কথা জানিয়ে টাকা চায়। এভাবে গত তিন বছরে চক্রটি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি এক শিক্ষকের মামলার তদন্তে চক্রের সন্ধান পেয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

যেভাবে প্রতারণায় শিপন 
গ্রেপ্তার চক্রের মূল হোতা শিপন আহম্মেদ রাজশাহীর বাঘা উপজেলার আরাজী চাঁদপুর এলাকার বাসিন্দা। তিনি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা কোর্সে পাস করেও দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। পরীক্ষা দিয়েও চাকরি না পাওয়ায় শুরু করেন প্রতারণা। এক বন্ধুর মাধ্যমে শেখেন ইমো হ্যাকিং। এরপর নিজেই হয়ে ওঠেন হ্যাকিং গ্রুপের প্রশিক্ষক। প্রতারণা মাধ্যমে আয় করা টাকার ভাগ দেওয়া শর্তে বিভিন্নজনকে প্রতারণার কৌশল শেখাতেন শিপন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এডিসি আজাদ জানান, চক্রটি মূলত মধ্য প্রাচ্যের সৌদি আরব ও ‍কুয়েতে অবস্থানরত প্রবাসীদের টার্গেট করত। প্রবাসীদের ইমো হ্যাক করে, তাদের দেশে এবং বিদেশে অবস্থানরত নিকট আত্মীয় ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয় নিত। গ্রেপ্তার রাসেল আহম্মেদ চক্রের মূল হোতা শিপনের খালাতো ভাই ও মজিবুল ইসলাম একই এলাকার বন্ধু। ২০২১ সাল থেকে চক্রটি শত শত মানুষের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারণার টাকায় গ্রামে বাড়ি তৈরি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত