Ajker Patrika

বিছানায় নারীর লাশ, ‘মেঝের ওপর পড়ে থাকা বোতামের’ সূত্র ধরে ভাই আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৫: ০২
বিছানায় নারীর লাশ, ‘মেঝের ওপর পড়ে থাকা বোতামের’ সূত্র ধরে ভাই আটক

সাভারের বিরুলিয়ায় এক নারীকে হত্যার অভিযোগে তাঁর ভাই আটক হয়েছে। 

পুলিশ দাবি করছে, হনুফা বেগম নামে ওই নারীর লাশ পড়েছিল বিছানায়, পাশেই মেঝেতে ছিল একটি বোতাম। ওই বেতামের সূত্র ধরেই ‘২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন’ করা হয়েছে।

নিহত হনুফা বেগম সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মোহাম্মদ আলী (৪২) তাঁর ছোট ভাই। ফকিরবাড়ি এলাকার পটু ফকিরের ছেলে তিনি। 

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিরুলিয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান।

দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হনুফার ছোট ভাই মোহাম্মদ আলী বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন। মেঝেতে পড়ে থাকা বোতাম থেকেই আসামিকে শনাক্ত করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোহাম্মদ আলী সব স্বীকার করেন। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’

নিহতের স্বামীর বরাত দিয়ে এসআই দিদার আরও বলেন, গতকাল বুধবার রাতে মসজিদে তারাবিহ নামাজ পড়া শেষে বাড়ি ফিরে বিছানার ওপর স্ত্রী হনুফার মরদেহ দেখতে পেয়ে আশপাশে লোকজনকে খবর দেন। তবে ঘরে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। হনুফা বেগমের এক পায়ে সমস্যা ছিল। তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না। 

রাত ১১টার দিকে বিরুলিয়ায় নিজের বাড়ি থেকে হনুফা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন হানুফার স্বামী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত