সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের বিরুলিয়ায় এক নারীকে হত্যার অভিযোগে তাঁর ভাই আটক হয়েছে।
পুলিশ দাবি করছে, হনুফা বেগম নামে ওই নারীর লাশ পড়েছিল বিছানায়, পাশেই মেঝেতে ছিল একটি বোতাম। ওই বেতামের সূত্র ধরেই ‘২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন’ করা হয়েছে।
নিহত হনুফা বেগম সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মোহাম্মদ আলী (৪২) তাঁর ছোট ভাই। ফকিরবাড়ি এলাকার পটু ফকিরের ছেলে তিনি।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিরুলিয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান।
দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হনুফার ছোট ভাই মোহাম্মদ আলী বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন। মেঝেতে পড়ে থাকা বোতাম থেকেই আসামিকে শনাক্ত করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোহাম্মদ আলী সব স্বীকার করেন। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’
নিহতের স্বামীর বরাত দিয়ে এসআই দিদার আরও বলেন, গতকাল বুধবার রাতে মসজিদে তারাবিহ নামাজ পড়া শেষে বাড়ি ফিরে বিছানার ওপর স্ত্রী হনুফার মরদেহ দেখতে পেয়ে আশপাশে লোকজনকে খবর দেন। তবে ঘরে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। হনুফা বেগমের এক পায়ে সমস্যা ছিল। তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না।
রাত ১১টার দিকে বিরুলিয়ায় নিজের বাড়ি থেকে হনুফা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন হানুফার স্বামী।
সাভারের বিরুলিয়ায় এক নারীকে হত্যার অভিযোগে তাঁর ভাই আটক হয়েছে।
পুলিশ দাবি করছে, হনুফা বেগম নামে ওই নারীর লাশ পড়েছিল বিছানায়, পাশেই মেঝেতে ছিল একটি বোতাম। ওই বেতামের সূত্র ধরেই ‘২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন’ করা হয়েছে।
নিহত হনুফা বেগম সাভারের বিরুলিয়া বাগ্নীবাড়ি এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মোহাম্মদ আলী (৪২) তাঁর ছোট ভাই। ফকিরবাড়ি এলাকার পটু ফকিরের ছেলে তিনি।
আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বিরুলিয়ায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে সাভার মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান।
দিদার আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে হনুফার ছোট ভাই মোহাম্মদ আলী বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেছেন। মেঝেতে পড়ে থাকা বোতাম থেকেই আসামিকে শনাক্ত করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোহাম্মদ আলী সব স্বীকার করেন। আগামীকাল তাঁকে আদালতে পাঠানো হবে।’
নিহতের স্বামীর বরাত দিয়ে এসআই দিদার আরও বলেন, গতকাল বুধবার রাতে মসজিদে তারাবিহ নামাজ পড়া শেষে বাড়ি ফিরে বিছানার ওপর স্ত্রী হনুফার মরদেহ দেখতে পেয়ে আশপাশে লোকজনকে খবর দেন। তবে ঘরে কোনো জিনিসপত্র খোয়া যায়নি। হনুফা বেগমের এক পায়ে সমস্যা ছিল। তিনি ঠিকমতো হাঁটতে পারতেন না।
রাত ১১টার দিকে বিরুলিয়ায় নিজের বাড়ি থেকে হনুফা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন হানুফার স্বামী।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫