Ajker Patrika

নরসিংদীতে নবজাতক চুরি

প্রতিনিধি
নরসিংদীতে নবজাতক চুরি

নরসিংদী সদর (নরসিংদী): নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা দুদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

চুরি হওয়া নবজাতক নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের চান্দেরপাড়া এলাকার প্রসূতি সুমাইয়া আক্তারের ছেলে। নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিরুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, দুদিন আগে নরসিংদী সদর হাসপাতাল–সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সুমাইয়া আক্তারের ছেলে সন্তানের জন্ম হয়।

পরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেওয়ায় রোববার বেলা ১১টার দিকে ওই নবজাতককে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে নিয়ে আসেন নবজাতকের নানি পরিবানু।

এ সময় হাসপাতালে রোগীর লম্বা সিরিয়াল থাকায় সিরিয়াল এগিয়ে আনার জন্য পরিবানুকে পরামর্শ দেন পাশে থাকা অজ্ঞাত এক নারী।

একপর্যায়ে নবজাতককে অজ্ঞাত ওই নারীর কোলে রেখে সিরিয়ালের খবর নিতে সামনে যান তিনি।

এই সুযোগে কয়েক মিনিটের মধ্যেই ওই নবজাতককে নিয়ে উধাও হয়ে যায় অজ্ঞাত ওই নারী।

খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। হাসপাতালে থাকা ক্লোজড সার্কিট ক্যামেরায় (সিসিটিভি) ধারণ হওয়া ফুটেজ দেখে নবজাতক চুরিতে অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ছবি: আজকের পত্রিকানরসিংদী সদর হাসপাতালের আরএমও আমিরুল হক শামীম বলেন, সদর হাসপাতালে নবজাতক চুরির মতো ন্যক্কারজনক ঘটনা এই প্রথম। নবজাতককে উদ্ধার ও অভিযুক্ত ওই নারীকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ। আমরাও হাসপাতালের পক্ষ থেকে সহযোগিতা করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত