নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২০ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২২ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২৩ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫