নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন।
শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়।
তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫