Ajker Patrika

১০ বছর আগের মামলায় জামায়াতের শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬: ১৭
১০ বছর আগের মামলায় জামায়াতের শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিচার শুরু

১০ বছরেরও বেশি আগের নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতাসহ ৯৬ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 

ওই আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) মো. হেমায়েত উদ্দিন খান হিরণ আজকের পত্রিকাকে বলেন, বিচার অভিযোগ গঠন করে আদালত আগামী ১৭ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন। 

শুনানির আগে জামায়াতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিদের মধ্যে ৭৬ জন আদালতে হাজির ছিলেন। বাকি ২০ জন পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল ১০টায় মতিঝিলের সার্কুলার রোডের হোটেল মতিঝিলের সামনে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মী মিছিল–সমাবেশ করেন। গোলাম পরওয়ার ও শফিকুর রহমান এই মিছিলে নেতৃত্ব দেন। ওই মিছিল থেকে রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন মিছিলকারীরা। জামায়াত শিবিরকর্মীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেন। 

এ ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জের মিজানুর রহমান সুমন মতিঝিল থানায় নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে মামলায় অভিযোগ করেন। মামলায় ৬২ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০০–৩০০ জামায়াত শিবিরকর্মীকেও আসামি করা হয়। 

তদন্ত শেষে মতিঝিল থানার এসআই আউয়াল হোসেন ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর ৯৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এর মধ্যে আব্দুল জব্বার নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত