মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক লীগের নেতা মানিক সরদার (৩৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মানিক সরদার জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে। তিনি কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তবে নিহতের পরিবারের দাবি, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে পূর্বপরিকল্পিতভাবে মানিক সরদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি চৌকস দল।
নিহত মানিক সরদারের বোন তাসলিমা বেগম জানান, মানিক সরদার সোমবার রাত ৮টার দিকে কালকিনির ফাঁসিয়াতলা বাজার থেকে ওয়াজ মাহফিলের অনুদান সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি পালরদী নদীর পাশ দিয়ে আসার সময় মুখোশধারী ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ সময় মানিকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁর পরিচয় জেনে কালকিনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে রাত ১০টার দিকে আবাসিক চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাসলিমা বেগম আরও বলেন, ‘গেল আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিক সরদার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহেদ পারভেজের পক্ষে কাজ করেছেন। তাঁর বিরোধী পক্ষ ছিল সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। পূর্বপরিকল্পিতভাবে মানিক সরদারকে হাফিজুর রহমান মিলন সরদার তাঁর লোকজন দিয়ে হত্যা করেছেন। এই নির্মম হত্যার বিচার দাবি করছি। নিহত মানিক সরদারের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। তাঁরা কীভাবে চলবে, আমরা হত্যার বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, ‘রাত ১০টা দিকে মানিক সদরকারকে আনলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন। কী কারণে মারা গেলেন, তা ময়নাতদন্ত করলেই বের হবে। আপাতত ময়নাতদন্তের জন্য মর্গে মৃতদেহ রাখা আছে।’
এদিকে এ ঘটনার পর থেকেই আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বাড়ি থেকে পালিয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাঁর বাড়িতেও কোনো লোকজন পাওয়া যায়নি।
অন্যদিকে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ পারভেজ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার বিরোধী পক্ষ মিলন সরদার জড়িত। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, আমার কর্মীদের হত্যা করবেন। এ ঘটনা তারই বহিঃপ্রকাশ।’ তিনি আমার আরও কর্মীদের হত্যা করবেন বলেও ধারণা করছি। তিনি রাতের আঁধারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছেন বলে শোনা যাচ্ছে। এর আগে তাঁকে গ্রেপ্তার করার দাবি করছি।’
এদিকে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেলসহ একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাইলাউ মারমা বলেন, ‘ঘটনার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। মৃতদেহের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মৃত নিশ্চিত করে পালিয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। নিহতের পরিবার মামলা দিলে তা আমলে নেওয়া হবে।’
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক লীগের নেতা মানিক সরদার (৩৮) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত মানিক সরদার জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীনগর গ্রামের আলমগীর সরদারের ছেলে। তিনি কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তবে নিহতের পরিবারের দাবি, গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনের জেরে পূর্বপরিকল্পিতভাবে মানিক সরদারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি চৌকস দল।
নিহত মানিক সরদারের বোন তাসলিমা বেগম জানান, মানিক সরদার সোমবার রাত ৮টার দিকে কালকিনির ফাঁসিয়াতলা বাজার থেকে ওয়াজ মাহফিলের অনুদান সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। তিনি পালরদী নদীর পাশ দিয়ে আসার সময় মুখোশধারী ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ সময় মানিকের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁর পরিচয় জেনে কালকিনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে রাত ১০টার দিকে আবাসিক চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তাসলিমা বেগম আরও বলেন, ‘গেল আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিক সরদার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহেদ পারভেজের পক্ষে কাজ করেছেন। তাঁর বিরোধী পক্ষ ছিল সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। পূর্বপরিকল্পিতভাবে মানিক সরদারকে হাফিজুর রহমান মিলন সরদার তাঁর লোকজন দিয়ে হত্যা করেছেন। এই নির্মম হত্যার বিচার দাবি করছি। নিহত মানিক সরদারের দুই ছেলে ও স্ত্রী রয়েছে। তাঁরা কীভাবে চলবে, আমরা হত্যার বিচার চাই।’
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, ‘রাত ১০টা দিকে মানিক সদরকারকে আনলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আনার অনেক আগেই তিনি মারা গেছেন। কী কারণে মারা গেলেন, তা ময়নাতদন্ত করলেই বের হবে। আপাতত ময়নাতদন্তের জন্য মর্গে মৃতদেহ রাখা আছে।’
এদিকে এ ঘটনার পর থেকেই আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার বাড়ি থেকে পালিয়েছেন। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তাঁর বাড়িতেও কোনো লোকজন পাওয়া যায়নি।
অন্যদিকে আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ পারভেজ বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার বিরোধী পক্ষ মিলন সরদার জড়িত। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, আমার কর্মীদের হত্যা করবেন। এ ঘটনা তারই বহিঃপ্রকাশ।’ তিনি আমার আরও কর্মীদের হত্যা করবেন বলেও ধারণা করছি। তিনি রাতের আঁধারে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করছেন বলে শোনা যাচ্ছে। এর আগে তাঁকে গ্রেপ্তার করার দাবি করছি।’
এদিকে মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসতিয়াক আসফাক রাসেলসহ একটি চৌকস দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চাইলাউ মারমা বলেন, ‘ঘটনার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। মৃতদেহের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মৃত নিশ্চিত করে পালিয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। নিহতের পরিবার মামলা দিলে তা আমলে নেওয়া হবে।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
১৫ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২৫ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫