Ajker Patrika

সবুজবাগ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবুজবাগ থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগের রাজারবাগ এলাকা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম ফাতেমা কানিজ (৪০)। এ ঘটনায় তাঁর স্বামী আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সবুজবাগের পূর্ব রাজারবাগের একটি বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, আজ সকালে সংবাদ পেয়ে পূর্ব রাজারবাগের ওই বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁর গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই আরও বলেন, ওই নারী তাঁর স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাসাটিতে ভাড়া থাকতেন। স্বামী আল আমিন একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। স্বামী প্রায়ই স্ত্রীকে সন্দেহ করতেন, এ নিয়ে তাঁদের মধ্যে নিয়মিত ঝগড়া হত। এর জের ধরেই স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত নারীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বাঙ্গুরা থানার রাজা চাবিতলা গ্রামে। বাবার নাম মোসলেহ উদ্দিন। চার ভাই এক বোনের মধ্যে ফাতেমা ছিলেন সবার বড়।

নিহত ফাতেমা কানিজের ছোট ভাই মো. সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘আল আমিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি আমার বোনকে বিভিন্ন বিষয়ে সন্দেহ করতেন। এই সন্দেহ থেকেই আমার বোনকে হত্যা করেছেন। ঘটনার পর তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে পুলিশ পাহারায় হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত