Ajker Patrika

ফরিদপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি, ফরিদপুর
আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১১: ০৯
ফরিদপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশরা গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

নিহত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাঁর পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকায় খাবারের মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটে আসছিল। গত সোমবার ওই এলাকার দিলীপ বিশ্বাস ও তাঁর ভাই আনন্দ বিশ্বাসের বাড়িতে হলুদের গুড়ার সাথে চেতনানাশক মিশিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সন্দেহ হওয়ায় বাড়ির একজন বাদে কেউ ওই আহার গ্রহণ করেননি।

দিলীপ বিশ্বাস বলেন, রাত দেড়টার দিকে বাড়ির লোকজন দরজায় টোকা দেওয়ার শব্দ শুনে চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে আসে। ওই সময় পলায়নরত দুই-তিন ব্যক্তির মধ্যে একজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী।

খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ওই ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে তাঁর পরিচয় শনাক্ত কররে চেষ্টা চলছে। বিষয়টি তদন্তে পুলিশের আপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত