Ajker Patrika

ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির অপেক্ষায় নিহত ছাত্রলীগ কর্মীর মা

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ২৫
ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির অপেক্ষায় নিহত ছাত্রলীগ কর্মীর মা

গাজীপুরের শ্রীপুরে আলোচিত ছাত্রলীগ কর্মী নয়ন হত্যা মামলার এক সপ্তাহে হয়ে গেছে। এখনো পর্যন্ত এ হত্যাকাণ্ডের অভিযুক্ত মূল হোতা যুবলীগ কর্মী মো. খায়রুল ইসলাম মীরসহ অন্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

এদিকে ছেলের হত্যাকারীদের শাস্তির দাবি নিয়ে অপেক্ষায় আছেন নিহত ছাত্রলীগ কর্মী নয়নের বৃদ্ধা মা মনোয়ারা বেগম। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। অপরদিকে পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

খায়রুল ইসলাম মীর চক্রের হাতে নির্মমভাবে খুন হওয়া ছাত্রলীগ কর্মী 

নিহত নয়নের বৃদ্ধ মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে ওরা খুন করেছে এক সপ্তাহ হলো। আজ পর্যন্ত প্রধান অভিযুক্ত খায়রুল ইসলাম মীরকে গ্রেপ্তার করতে পারেনি। ওরা গ্রেপ্তার হলে আমার নয়নের আত্মার শান্তি পাবে। আমার ছেলের খুনিদের পুলিশের হাতে দেখার জন্য বেঁচে আছি।’ 

নিহত ছাত্রলীগ কর্মী নয়নের বড় ভাই মামলার বাদী মো. রতন শেখ বলেন, ‘২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মোট ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছি। সাত দিনে একজন আসামি গ্রেপ্তার হয়েছে। ন্যায় বিচারক পেতে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করার দাবি জানাই। আমার বিশ্বাস প্রধান আসামি খায়রুল ইসলাম মীরকে গ্রেপ্তার করতে পারলে আমরা ন্যায় বিচার পাব।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ২৪ ঘণ্টা কাজ করছে। আসামিরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার হবেন বলে জানা তিনি। 

উল্লেখ, গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে অভিযুক্ত খায়রুল ইসলাম মীর বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন ছাত্রলীগ কর্মী নয়ন শেখ। নয়ন শেখ উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেইলদিয়া গ্রামের আব্দুল কাদির শেখের ছেলে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত