নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসায় নির্যাতন ও টয়লেটে শিশু গৃহকর্মীকে আটকে রাখা হয়েছিল। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অন্য বাসার এক গৃহশিক্ষক গৃহকর্তার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহশিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টার রোডের দীন স্কয়ার রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহশিক্ষকের নাম ওমর ফারুক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্ধার হওয়া গৃহকর্মীর বয়স আনুমানিক ৬ বছর।
নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করতে গিয়ে গৃহশিক্ষক মারধরের শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এটা মারধর কি না বলতে পারব না। দুই পক্ষকে আগামীকাল ডেকেছি। বিস্তারিত জেনে বলতে হবে। বিস্তারিত জানার জন্য থানা থেকে পুলিশ গেছে।’
তিনি আরও বলেন, ‘গৃহশিক্ষকও ভুল করেছেন। মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চেয়েছে। তাকে পুলিশ কিংবা বাসার কমিটির কাছে দেওয়া উচিত ছিল। কিন্তু সে নিজের সঙ্গে নিয়ে গেছে।’
এ দিকে আহত গৃহশিক্ষকের মামা সুপ্রিম কোর্টের আইনজীবী এসএ লালন ঘটনার বিবরণ দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) নাকি শিশুটিকে মারধর করে টয়লেটে আটকে রেখেছিল। আজ সন্ধ্যায় সে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে লিফটে ওঠে। এই সময়ে আমার ভাগনে ওমর ফারুক একই ভবনের একটি ফ্ল্যাটে পড়ানো শেষ করে লিফটে উঠলে মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চায়। পরে ওমর ফারুক মেয়েটির বিষয়টি আমাকে জানায়। তখন আমি পুলিশকে জানাতে বলি। কিন্তু সে পুলিশকে জানাতে পারছিল না। পরে ফার্মগেটে আমাদের অফিসে নিয়ে আসে। এখানে আসার পরে বাসার দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে পরে ওমর ফারুককে মেয়েটিকে নিয়ে বাসায় যেতে বলে। নিয়ে যাওয়ার পরেই তাকে মারধর করা হয়।’
লালন অভিযোগ করেন, ‘ওই ব্যক্তি আমার ভাগনেকে হত্যার হুমকি দিয়েছে। মেরে ফেললে নাকি তাকে কেউই কিছু করতে পারবে না!’
খোঁজ নিয়ে জানা গেছে, গৃহশিক্ষক ওমর ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তিনি ২৭ নম্বর বাসায় পড়াতেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজধানীর কলাবাগান সেন্ট্রাল রোডের একটি বাসায় নির্যাতন ও টয়লেটে শিশু গৃহকর্মীকে আটকে রাখা হয়েছিল। শিশুটিকে উদ্ধার করতে গিয়ে অন্য বাসার এক গৃহশিক্ষক গৃহকর্তার মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহশিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে সেন্টার রোডের দীন স্কয়ার রোডের ২৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার গৃহশিক্ষকের নাম ওমর ফারুক। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উদ্ধার হওয়া গৃহকর্মীর বয়স আনুমানিক ৬ বছর।
নির্যাতিত শিশু গৃহকর্মীকে উদ্ধার করতে গিয়ে গৃহশিক্ষক মারধরের শিকার হওয়ার বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এটা মারধর কি না বলতে পারব না। দুই পক্ষকে আগামীকাল ডেকেছি। বিস্তারিত জেনে বলতে হবে। বিস্তারিত জানার জন্য থানা থেকে পুলিশ গেছে।’
তিনি আরও বলেন, ‘গৃহশিক্ষকও ভুল করেছেন। মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চেয়েছে। তাকে পুলিশ কিংবা বাসার কমিটির কাছে দেওয়া উচিত ছিল। কিন্তু সে নিজের সঙ্গে নিয়ে গেছে।’
এ দিকে আহত গৃহশিক্ষকের মামা সুপ্রিম কোর্টের আইনজীবী এসএ লালন ঘটনার বিবরণ দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (শনিবার) নাকি শিশুটিকে মারধর করে টয়লেটে আটকে রেখেছিল। আজ সন্ধ্যায় সে সুযোগ পেয়ে বাসা থেকে বের হয়ে লিফটে ওঠে। এই সময়ে আমার ভাগনে ওমর ফারুক একই ভবনের একটি ফ্ল্যাটে পড়ানো শেষ করে লিফটে উঠলে মেয়েটি কান্নাকাটি করে সহযোগিতা চায়। পরে ওমর ফারুক মেয়েটির বিষয়টি আমাকে জানায়। তখন আমি পুলিশকে জানাতে বলি। কিন্তু সে পুলিশকে জানাতে পারছিল না। পরে ফার্মগেটে আমাদের অফিসে নিয়ে আসে। এখানে আসার পরে বাসার দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে পরে ওমর ফারুককে মেয়েটিকে নিয়ে বাসায় যেতে বলে। নিয়ে যাওয়ার পরেই তাকে মারধর করা হয়।’
লালন অভিযোগ করেন, ‘ওই ব্যক্তি আমার ভাগনেকে হত্যার হুমকি দিয়েছে। মেরে ফেললে নাকি তাকে কেউই কিছু করতে পারবে না!’
খোঁজ নিয়ে জানা গেছে, গৃহশিক্ষক ওমর ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী। তিনি ২৭ নম্বর বাসায় পড়াতেন। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫