Ajker Patrika

ধর্ষণের তথ্য গোপন করতে নারীকে হত্যা করে পুঁতে রাখেন ধর্ষক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ধর্ষণের তথ্য গোপন করতে নারীকে হত্যা করে পুঁতে রাখেন ধর্ষক

গত শনিবার সকাল রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট এলাকা থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার রিকশাচালক সুমন কুমার (১৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন। ধর্ষণের বিষয় গোপন রাখতে অস্বীকার করায় গলায় ওড়না পেঁচিয়ে ওই নারীকে হত্যার পর সেখানে পুতে রাখেন সুমন। রোববার আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ। 

এ ঘটনায় গতকাল রোববার বিকেল ৪টার দিকে খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় কুড়াতলী কাজী বাড়ি মোড় থেকে সুমনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার সুমনকে খিলক্ষেত থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

গ্রেপ্তার সুমন কুমার নওগাঁ জেলার সুবোধ মালির ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। ধর্ষণ ও হত্যার স্বীকার ওই নারীর নাম শারমিন বেগম (৩৬)। তিনি পেশায় একজন পোশাক কারখানার শ্রমিক। 

গ্রেপ্তারকৃত সুমনের বরাত দিয়ে র‍্যাব বলছে, ‘রিকশাচালক সুমন কুমার ভুক্তভোগী শারমিন বেগমকে গার্মেন্টসে যাতায়াতের সময় অনুসরণ করতেন। একপর্যায়ে দশ-বারো দিন আগে তাঁর প্রথম পরিচয় হয়। সেই সুবাদে মোবাইলে কথাবার্তা হয় ও রিকশায় ঘোরাঘুরি করেন তাঁরা। ঘটনার দিন সুমন সরকার ভুক্তভোগীকে ঘোরাঘুরির কথা বলে খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ডেকে নিয়ে কৌশলে ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি তাকে গোপন রাখতে বলেন। এ সময় ওই নারী তা অস্বীকার করলে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মাটি চাপা দিয়ে পালিয়ে যায় সুমন।’ 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার নোমান আহমদ বলেন, ‘রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় অজ্ঞাত নারীকে হত্যাকাণ্ডের প্রধান আসামি সুমন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যমতে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোনের সিম টি তাঁর বন্ধুর কাছ থেকে উদ্ধার করা হয়।’ 

উল্লেখ্য, গত শনিবার সকাল রাজধানীর খিলক্ষেতের তিনশ ফুট এলাকার কুড়িল ফ্লাইওভার থেকে বসুন্ধরা কনভেনশন সেন্টারের মাঝামাঝি স্থান থেকে সকাল ১০টার দিকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত না হলেও পরবর্তীতে পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্বজনেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত