Ajker Patrika

চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩৬
চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস‍্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা গোয়েন্দা রাজবাড়ী ও ঢাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রতারক চক্রের অন‍্য সদস‍্যদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। 

আজ শনিবার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার শরিফুল ইসলাম (৩৬) এবং নওগাঁ জেলার পোরশা উপজেলার আবু তাহের ওরফে ফয়সাল (৪২)।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, প্রতারক চক্র বিভিন্ন এলাকার চাকরিপ্রত‍্যাশীদের কাছে দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মকর্তার কাছের লোক পরিচয় দিয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছেন। তাঁরা বিভিন্ন এলাকার চাকরিপ্রত‍্যাশীদের কাছ থেকে প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। 

জব্দ করা সিভি, ভুয়া নিয়োগপত্র। ছবি: আজকের পত্রিকাপুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাকরিপ্রত‍্যাশীদের ৫৩টি সিভি, ১৩টি ভুয়া নিয়োগপত্র, সাতটি ব‍্যাংক চেক, ৯টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট‍্যাম্প, ভুয়া আইডি ও ভিজিটিং কার্ড, তিনটি মোবাইল ফোন, বিভিন্ন ব‍্যাংকের পাঁচটি চেক বই, তিনটি ব‍্যাংক এটিএম কার্ড, সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞাপন, প্রতারণার বিবরণ লেখা ডায়েরি জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ অন্য কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত