Ajker Patrika

হত্যা মামলায় ২০ বছর পর মৃত্যুদণ্ডের আসামিরা খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হত্যা মামলায় ২০ বছর পর মৃত্যুদণ্ডের আসামিরা খালাস

রংপুরে ২০০১ সালে কৃষক মাহতাব হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত দুই আসামিকেই খালাস দিয়েছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স খারিজ করে আজ মঙ্গলবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরু আজকের পত্রিকাকে বলেন, ‘দুই আসামি—মানিক মিয়া ও হাসান আলী বিচারিক আদালত থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন। তাঁরা এখনো পলাতক। দুই আসামির নাম এফআইআরে ছিল না। তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেই। এ ছাড়া ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্যও নেই। আদালত এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁদের খালাস দিয়েছেন।’ তবে এই বিষয়ে আপিলের জন্য অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে বলে জানান জাহিদ আহমেদ।

জানা যায়, পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ গ্রামের কৃষক মাহতাব হোসেনকে ২০০১ সালের ৩০ জুলাই রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান দুর্বৃত্তরা। পরের দিন পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক চারজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৪ ফেব্রুয়ারি পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

বিচার শেষে ২০১৬ সালের ২৮ নভেম্বর রংপুরের বিশেষ জজ আদালত আসামি মানিক মিয়া ও হাসান আলীকে মৃত্যুদণ্ড দেন। রায়ের পর মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত