Ajker Patrika

টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২২, ২০: ০৫
টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৩ মে

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করা হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

শুক্রবার দুপুরের পরই রাজধানীর শ্যামপুর থানায় করা মামলার এজাহার আদালতে পাঠানো হয়। তার আগে সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে টিপু ও একজন শিক্ষার্থী নিহত হন। টিপুর গাড়িচালক আহত হন। এ কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তাঁর গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে টিপু ও প্রীতিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর স্বামীকে হত্যার জন্য কে বা কারা অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত