Ajker Patrika

১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৭: ৩৯
১৬ বছর ধরে আত্মগোপনে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফর

খুনসহ ডাকাতি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তাঁর নাম মো. লুৎফর রহমান (৫৫)। ১৬ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। গতকাল বুধবার রাতে ঢাকা জেলার আশুলিয়া থানার পলাশবাড়ী ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার এটিইউর মিডিয়া এন্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গ্রেপ্তার পলাতক আসামি মো. লুৎফর রহমান তাঁর সহযোগীসহ ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দিবাগত রাতে জয়পুরহাট জেলার সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান নামে এক ব্যক্তির ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে ও তাঁর ছেলেকে গুরুতর জখম করে। এ সময় আসামিরা তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের ছেলে মো. আ. রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় লুৎফরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করে। পুলিশ তদন্ত কার্যক্রম শেষে ২০০৮ সালে মামলায় অভিযোগপত্র দাখিল করে। বিচার কাজ শেষে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত, জয়পুরহাট চলতি বছরের ২০ জুন লুৎফরসহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়াসহ ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দেয়। 

পুলিশ সুপার সানোয়ার বলেন, মামলা হওয়ার পর থেকেই এই ঘটনার মূল পরিকল্পনাকারী লুৎফর দীর্ঘ ১৬ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এটিইউ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত