Ajker Patrika

অবৈধ সম্পদ অর্জন: যুক্তিতর্কে চাকরিচ্যুত ডিআইজি মিজানকে নির্দোষ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৩, ১৭: ৩৭
অবৈধ সম্পদ অর্জন: যুক্তিতর্কে চাকরিচ্যুত ডিআইজি মিজানকে নির্দোষ দাবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক শুনানিতে চাকরিচ্যুত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবী। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ মিজানের পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী।

সমাজী আদালতকে বলেন, সাবেক ডিআইজি মিজানুর রহমানের অর্জিত সব সম্পত্তি বৈধ উপার্জনের সম্পত্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ সাক্ষীরা প্রমাণ করতে সক্ষম হননি। তাই তিনি খালাস পাওয়ার যোগ্য।

এই মামলায় আজ আসামি ডিআইজি মিজানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান আদালতে হাজির ছিলেন। ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না পলাতক রয়েছেন।

মিজানের যুক্তিতর্ক শেষ হওয়ার পর বিচারক মঞ্জুরুল ইমাম অপর দুজনের যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেন।

এর আগে ২৪ মে চারজনের শাস্তি দাবি করে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক শেষ করা হয়। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ আসামি  পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষ করেন তাঁর আইনজীবী।

ওই দিন শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি মোশারফ হোসেন কাজল আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে। এ কারণে তাঁদের শাস্তি প্রাপ্য।

২০২০ সালের ২০ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই বছরের ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে মিজানের স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে ওই বছর ৩০ জানুয়ারি দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদ এ মামলার চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
ঘুষ লেনদেনের এক মামলায় মিজানুর রহমানকে গত বছর তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত