Ajker Patrika

মোবাইলকে কেন্দ্র করে মতিঝিলে যুবক খুন, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইলকে কেন্দ্র করে মতিঝিলে যুবক খুন, গ্রেপ্তার ১

রাজধানীর মতিঝিলে ভাসমান যুবক হৃদয় খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম। আজ বুধবার সকাল ৮টায় মতিঝিল থেকে ফাহিমকে গ্রেপ্তার করে পুলিশ।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, ‘ভিকটিমের নাম হৃদয় ওরফে আলিফ। হৃদয়ের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মতিঝিল থানায় একটি খুনের মামলা হয়।’

মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘পেন্টাগন হোটেলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, হৃদয় ওই এলাকায় ভাসমান। একটি মোবাইলকে কেন্দ্র করে হৃদয়ের সঙ্গে ফাহিম নামের আরেক যুবকের ঝগড়া ও মারামারি হয়। একপর্যায়ে ফাহিম কাঁচি দিয়ে হৃদয়ের বুকে আঘাত করে।’

ফাহিমকে গ্রেপ্তার ও আঘাত করা কাঁচি উদ্ধার সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘বুধবার সকাল ৮টায় মতিঝিলের যুগান্তর গলি থেকে ফাহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী মতিঝিলের সিরাজ ভবনের পাশের ময়লার স্তূপ থেকে হত্যার ঘটনায় ব্যবহৃত কাঁচি ও ফাহিমের গায়ে থাকা রক্তমাখা টি-শার্ট উদ্ধার করা হয়।’ 

মামলার এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার ওসি বলেন, গত সোমবার রাত ১১টায় টহল পুলিশ উত্তর কমলাপুরের মাজার রোড এলাকার পেন্টাগন হোটেলের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত