Ajker Patrika

মাকে ফোন করার কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
মাকে ফোন করার কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

মাকে ফোন করে প্রাণ সংশয়ের কথা জানানোর কয়েক ঘণ্টার পরেই রফিকুল ইসলাম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন তাঁর চার রুমমেটকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রফিকুল ইসলাম।

আজ সোমবার গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকার একটি পরিত্যক্ত মাঠ থেকে গলায় গামছা পেঁচানো ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

রফিকুল ইসলাম নেত্রকোনা জেলা সদর থানার পঞ্চনানপুর গ্রামের হাশেম উদ্দিনের (মৃত) ছেলে। তিনি জিরাবো বটতলা এলাকার আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। আবুল কাশেমের বাড়িতে ভাড়া থাকলেও পার্শ্ববর্তী ভাড়াটিয়া আলমঙ্গীরের বাসায় মাসিক চুক্তিতে খাবার খেতেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতরা হলেন— একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ (২৩), তাঁর ছোট ভাই রানা (১৯), আব্দুল বারেকের ছেলে নাজমুল হাসান রাজন (১৯) ও বকুল মিয়ার ছেলে সাব্বির হোসেন হৃদয় (১৯)। তাঁরা সবাই নেত্রকোনা জেলা সদরের পঞ্চনানপুর গ্রামের বাসিন্দা। 

নিহতের ভাই হুমায়ুন কবির নয়ন বলেন, ‘রোববার রাতে ৯টার দিকে মাকে আমার ছোট ভাই ফোন করে বলে রিয়াদ, হৃদয়, রানাসহ আরও একজনের সঙ্গে তার ঝগড়া হয়েছে। পরে বাড়িওয়ালা আবুল কাশেম তাদের ঝগড়া মীমাংসা করে দেয়। রাত সাড়ে ১১টার দিকে আবার মাকে ফোন করে আমার ছোট ভাই বলে তাকে রানা, রিয়াদ ও হৃদয়সহ চারজন মেরে ফেলবে। কথা বলা শেষে আলমগীর নামের একজনের বাসায় রাতের খাবার খেয়ে বাসায় যায় রফিকুল। আজ সকালে শুনি আমার ভাই গলায় গামছা পেঁচানো অবস্থায় মাঠের মধ্যে মরে পড়ে আছে। ঝগড়ার পরে রাতে তার রুমমেট চারজন আমার ছোট ভাইকে হত্যা করেছে। পুলিশও বলছে, তার লাশ মাঠে পড়ে ছিল। ফাঁস দেওয়ার কোনো লক্ষণ ছিল না।’

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর চার রুমমেটকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার পর আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত