Ajker Patrika

নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩ 

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩ 

নরসিংদীতে পৃথক অভিযানে দুটি অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ মঙ্গলবার ভোরে নরসিংদীর ব্রাহ্মণপাড়া ও উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়া মহল্লার মো. হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ (২২), মৃত হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া (২১) ও ব্রাহ্মণপাড়া (ঘোষপাড়া) এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ (২০)। 

অভিযানে উদ্ধারকৃত মালামালর‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দার দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল নরসিংদীর ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ হারুন ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, উত্তর নাগরিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবারসহ আসিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। 

তৌহিদুল মবিন খান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তাঁরা বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে আধিপত্য বিস্তারের চেষ্টা করত। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। এর আগেও তাঁদের বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত