Ajker Patrika

সাভার থেকে অপহৃত শিশু ৩ দিন পর পাবনা থেকে উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার থেকে অপহৃত শিশু ৩ দিন পর পাবনা থেকে উদ্ধার

সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে অপহরণের তিন দিনের পর ১২ বছরের এক কন্যাশিশুকে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। এর আগে গত ২১ এপ্রিল সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। গ্রেপ্তার যুবকের নাম সজিব (২৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার গাছেদিয়া গ্রামের মো. আরানের ছেলে ও সাভারে রাজ ফুলবাড়িয়া এলাকার মজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই যুবক তাঁর প্রতিবেশীর ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে কৌশলে অপহরণ করে পাবনার ঈশ্বরদী এলাকায় নিয়ে যায়। ওই এলাকায় সজিবের মামার বাড়ি। অপহৃত শিশুকে খোঁজাখুঁজি করে না পেয়ে ভুক্তভোগী শিশুর মা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিশুটিকে ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী যুবক সজিবকে। 

সাভার মডেল থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, সজিব মেয়েটির প্রতিবেশী ছিল। তাঁরা সামনাসামনি কক্ষে বসবাস করত। মেয়েটি স্থানীয় এক স্কুলে ক্লাস সেভেনে পড়ত। ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সজিবকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত