উত্তরা (ঢাকা) প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় দুই কোটি টাকা মূল্যের তিন কেজি স্বর্ণসহ দুজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিবুল হাসান ও এম এইচ শিবলী।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আজ শুক্রবার অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে সকাল ৯টায় এম এইচ শিবলীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আব্দুর রউফ জানান, দুবাই থেকে দুটি পৃথক ফ্লাইটে এসব স্বর্ণের চোরাচালান ঢাকা আসে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের প্রায় তিন কেজি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
আব্দুর রউফ বলেন, রাকিবুল হাসানকে গ্রেপ্তারের সময় তাঁর প্যান্টের ওয়েস্ট বেল্ট থেকে ৫২৫ গ্রাম ওজনের পেস্ট সদৃশ স্বর্ণ, ২৩২ গ্রাম ওজনের দুইটি স্বর্ণ বার ও ৯৮ গ্রাম ওজনের বিভিন্ন স্বর্ণালংকার জব্দ করা হয়।
অন্যদিকে, দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা এম এইচ শিবলীকে গ্রেপ্তারের সময় তাঁর ছোট কাগজের ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বান্ডিলে ২ কেজি ৯৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকা।
তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় দুই কোটি টাকা মূল্যের তিন কেজি স্বর্ণসহ দুজনকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা হলেন- রাকিবুল হাসান ও এম এইচ শিবলী।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আজ শুক্রবার অভ্যন্তরীণ অ্যারাইভাল হল থেকে সকাল ৯টায় এম এইচ শিবলীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. আব্দুর রউফ জানান, দুবাই থেকে দুটি পৃথক ফ্লাইটে এসব স্বর্ণের চোরাচালান ঢাকা আসে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের প্রায় তিন কেজি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে।
আব্দুর রউফ বলেন, রাকিবুল হাসানকে গ্রেপ্তারের সময় তাঁর প্যান্টের ওয়েস্ট বেল্ট থেকে ৫২৫ গ্রাম ওজনের পেস্ট সদৃশ স্বর্ণ, ২৩২ গ্রাম ওজনের দুইটি স্বর্ণ বার ও ৯৮ গ্রাম ওজনের বিভিন্ন স্বর্ণালংকার জব্দ করা হয়।
অন্যদিকে, দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসা এম এইচ শিবলীকে গ্রেপ্তারের সময় তাঁর ছোট কাগজের ব্যাগে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বান্ডিলে ২ কেজি ৯৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার টাকা।
তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গ্রেপ্তারকৃতদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫