Ajker Patrika

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হাজি সেলিম দেশ ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মে ২০২২, ১৯: ০৯
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হাজি সেলিম দেশ ছেড়েছেন

দুর্নীতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম দেশ ছেড়েছেন। গত শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্য তিনি রওনা হন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাজি সেলিমের ছেলে মোহাম্মদ ইরাফান সেলিম। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম আজকের পত্রিকাকে বলেন, তিনি (হাজি সেলিম) মেডিকেল চেকআপের জন্য দুদিন আগে ব্যাংকক গিয়েছেন। আগামী ৮ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। 

জানা গেছে, গত শনিবার তিনটি গাড়ির বহর নিয়ে আজিমপুর কবরস্থানে যান হাজী সেলিম। সেখানে পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করে বিমানবন্দরে যান। তবে এ সময় তাঁর পরিবারের কোনো সদস্য তাঁর সঙ্গে ছিলেন না। 

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই সময়সীমার মধ্যেই আওয়ামী লীগের এই সাংসদ দেশ ছাড়লেন। 

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যত দূর জানি তিনি যাওয়ার আগে কোর্টের কোনো অনুমতি নেননি। একজন সাজাপ্রাপ্ত আসামি কোর্টের অনুমতি না নিয়ে এভাবে বিদেশ যেতে পারার কোনো প্রশ্নই আসে না। তাঁকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়েছে। তা না করে কোন আইনের বলে উনি বিদেশ যান, তা তো আমার জানা নেই। আদালতের অনুমতি ছাড়া কোনো সাজাপ্রাপ্ত আসামি তো বিদেশ যেতে পারেন না। তিনি চিকিৎসার জন্য যান, আর যে কারণেই যান, তাঁকে তো আদালতে বলতে হবে, দরখাস্ত দিতে হবে। সাজাপ্রাপ্ত আসামি এভাবে কোর্টের অগোচরে চলে যাবে—এটা তো আইনসিদ্ধ না।’ 

খালেদা জিয়াকে চিকিৎসার কারণে যেতে দেওয়া হয়নি কিন্তু হাজি সেলিম যেতে পারছেন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁকে সরকারও অনুমতি দিয়েছে বলে আমার মনে হয় না। সরকারও অনুমতি দেয়নি। তিনি গোপনে গিয়েছেন। এ বিষয়ে আমরা দুদকের পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত