Ajker Patrika

কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঢাকার কেরানীগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ মো. বাগদাদ হোসেন (৩৮) ও মো. তাহেদুল ইসলাম (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গতকাল শুক্রবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নতুন রাস্তা ঢাকা ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার দুপুরে র‍্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৬০০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাঁরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জের আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করত বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত