Ajker Patrika

টাঙ্গাইলে সেটেলমেন্ট অফিসার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে সেটেলমেন্ট অফিসার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

টাঙ্গাইলে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দিতে না পারায় সেটেলমেন্ট অভিসার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার বাদী মো. আবদুল লতিফ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেন।

মামলায় ঘাটাইল উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মাহবুব আনোয়ার ও তাঁর স্ত্রী মোছা. মাহমুদা খাতুন আসামি করা হয়। তাঁরা জামালপুর সদরের বাড়ীঘাগুড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের একটি অভিযোগ থেকে দুদক জানতে পারে মাহবুব আনোয়ার আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাঁর সম্পদ অনুসন্ধানের জন্য গত ১২ এপ্রিল দুদক প্রধান কার্যালয় থেকে একটি আদেশ দেওয়া হয়। ১৯ এপ্রিল সমন্বিত জেলা কার্যালয় থেকে চিঠির মাধ্যমে মাহবুব আনোয়ারের সম্পদের বিস্তারিত জানতে চাওয়া হয় এবং ২১ কার্যদিবসের মধ্যে জেলা কার্যালয়ে দাখিলের আদেশ দেওয়া হয়। দুদকের কোর্ট সহকারী (এএসআই) মো. মজিবর রহমান তাঁদের স্থায়ী ঠিকানায় গিয়ে ফরম ও সম্পদ বিবরণের দাখিলের আদেশ জারি করেন। ২০ এপ্রিল মাহবুব আনোয়ার ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন সম্পদ বিবরণের দাখিলের ফরম গ্রহণ করেন। কিন্তু তাঁরা সম্পদ দাখিল বিবরণের সময় বৃদ্ধির কোনো আবেদন করেননি। এ ছাড়া নির্ধারিত সময় ২৫ মে এর মধ্যে তাঁরা কমিশনের আদেশ মোতাবেক সম্পদ বিবরণ দাখিল করেননি। ফলে দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত