Ajker Patrika

গোপালগঞ্জে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৭: ০৪
গোপালগঞ্জে হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে মিন্টু মিনা ওরফে কোটন (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একজন মোটর পার্টস ব্যবসায়ী ও হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। আজ রোববার সকালে সদর উপজেলার ফকিরকান্দি লেক ব্রিজসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত আকতার মিনার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত ব্যক্তির ভাগনে ইমন শেখ বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসেন। পরে রাত ১১টার দিকে তিনি আবারও বাড়ি থেকে বরে হয়ে রুটি ও জর্দা কিনে বাড়ি ফিরছিলেন। পথেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। 

ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, মিন্টু মিনা ওরফে কোটন গোপালগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বাসু হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রূপপুর পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত