Ajker Patrika

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০: ০৪
তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর তুরাগে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিপলু জামান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে তুরাগের দলিপাড়ার ভূমি অফিস-সংলগ্ন এনামুল হকের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম। 

গ্রেপ্তার যুবক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সিলন্দা গ্রামের মোক্তারুজ্জামানের ছেলে। বর্তমানে সে দলিপাড়ার এনামুল হকের বাড়ির ভাড়া থাকে। 

ধর্ষণচেষ্টার অভিযোগে তুরাগ থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী আজম আজকের পত্রিকাকে বলেন, ‘দলিপাড়ার এনামুল হকের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত শিপলু জামানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’ 

আলী আজম বলেন, ‘মাগরিবের ওয়াক্তের সময় শিশুটির মা ও দাদি নামাজ পড়ছিলেন। ঠিক তখন ওই যুবক শিশুটিকে লিচুর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি চিৎকার করলে শিশুটির মা তাকে ডেকে নিয়ে গিয়ে বিষয়টি জানতে পারেন।’ 

ভুক্তভোগী শিশুর মা আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বাড়ি একটি ফ্যামিলি বাসা। সেখানে আমরা সবাই এক পরিবারের মতো থাকি। কিন্তু আমার পাশের ফ্ল্যাটের শিপলু জামান ও তার স্ত্রীর মধ্যে ছয় মাস আগে ঝগড়া হয়েছিল। তখনই তার স্ত্রী চলে গিয়েছিল। স্ত্রী চলে যাওয়ার পর বাসার ছোট ছোট শিশুর দিকে কুনজর দিতে থাকে শিপলু। একদিন তাকে অন্য এক শিশুর সঙ্গে অশালীন কাজের চেষ্টা করতে দেখে আমি বিষয়টি বাড়ির ম্যানেজারকে জানাই। তবু তিনি ব্যবস্থা নেননি। অবশেষে আমার মেয়েকেই ধর্ষণের চেষ্টা করা হলো।’ 

এ সময় তিনি এমন ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত