Ajker Patrika

নিখোঁজের ৫ দিন পর সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
নিখোঁজের ৫ দিন পর সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার হয়েছে সাবেক সেনা সদস্যের মরদেহ। আজ রোববার গাজীপুর মহানগরীর চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনের রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর থেকে, তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত সাবেক এ সেনা সদস্যের নাম আব্দুল বারী (৪৬)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামে। সেনাবাহিনী থেকে অবসরের পর গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি গাজীপুর সদর থানার আওতাভুক্ত দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার বলেন, গত ৩ জানুয়ারি সকালে আব্দুল বারী খেজুর রস আনতে চাপুলিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বাড়িতে ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে নিখোঁজের জিডিটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

এ কর্মকর্তা আরও বলেন, মহানগরীর চাপুলিয়ায় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনের পাশে ঝোপের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আব্দুল বারীর বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা ঝোপের মধ্যে মরদেহ ফেলে পালিয়ে গেছে।

এই হত্যার কারণ অনুসন্ধান ও অপরাধীদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত