গাজীপুর প্রতিনিধি
খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার হয়েছে সাবেক সেনা সদস্যের মরদেহ। আজ রোববার গাজীপুর মহানগরীর চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনের রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর থেকে, তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাবেক এ সেনা সদস্যের নাম আব্দুল বারী (৪৬)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামে। সেনাবাহিনী থেকে অবসরের পর গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি গাজীপুর সদর থানার আওতাভুক্ত দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার বলেন, গত ৩ জানুয়ারি সকালে আব্দুল বারী খেজুর রস আনতে চাপুলিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বাড়িতে ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে নিখোঁজের জিডিটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
এ কর্মকর্তা আরও বলেন, মহানগরীর চাপুলিয়ায় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনের পাশে ঝোপের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আব্দুল বারীর বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা ঝোপের মধ্যে মরদেহ ফেলে পালিয়ে গেছে।
এই হত্যার কারণ অনুসন্ধান ও অপরাধীদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
খেজুরের রস আনতে গিয়ে নিখোঁজের পাঁচ দিন পর উদ্ধার হয়েছে সাবেক সেনা সদস্যের মরদেহ। আজ রোববার গাজীপুর মহানগরীর চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনের রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর থেকে, তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাবেক এ সেনা সদস্যের নাম আব্দুল বারী (৪৬)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামে। সেনাবাহিনী থেকে অবসরের পর গাজীপুরে বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি গাজীপুর সদর থানার আওতাভুক্ত দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
গাজীপুর মহানগর পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) রিপন চন্দ্র সরকার বলেন, গত ৩ জানুয়ারি সকালে আব্দুল বারী খেজুর রস আনতে চাপুলিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বাড়িতে ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে নিখোঁজের জিডিটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
এ কর্মকর্তা আরও বলেন, মহানগরীর চাপুলিয়ায় মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনের পাশে ঝোপের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি আব্দুল বারীর বলে শনাক্ত করেন তাঁর স্বজনেরা। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা ঝোপের মধ্যে মরদেহ ফেলে পালিয়ে গেছে।
এই হত্যার কারণ অনুসন্ধান ও অপরাধীদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৬ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৯ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২০ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫