নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ছোটভাইকে হত্যার প্রতিশোধ নিতেই ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করা হয়েছে। এমন ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সুমি বাদী হয়ে সবুজবাগ থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা নয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, এ ঘটনায় এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যায় মহানগর দক্ষিণের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করে দুর্বৃত্তরা। খিলগাঁও ফ্লাইওভারের পাশে চায়না পার্ক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। বুকে ও পেটে দুটি গুলি লাগে তাঁর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
ডিএমপির সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তির নামে একই থানাতে হত্যা মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে সেই হত্যার প্রতিশোধ নিতেই সাইফুলের ওপর হামলা হয়েছে। মামলা হয়েছে, আমরা আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি। তবে গুলিটা কে করেছে, সে বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
মামলার বাদী সুমি এজাহারে উল্লেখ করেছেন, তাঁরা খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা। শনিবার উত্তর বাসাবো চায়না পার্ক রেস্টুরেন্টের পাশে শিকদার টেইলার্সে বসা ছিলেন তাঁর স্বামী। প্রথমে একজন এসে সাইফুলের সঙ্গে কথা বলে চলে যান। পাঁচ মিনিট পর লোকজন নিয়ে এসে কয়েকজন মিলে তাঁর ওপর গুলি চালানো হয়। তখন সেখানে ৯/১০ জনের মতো লোক ছিল। গুলি করার সময় রিপন নামের এক ব্যক্তিকে চিনতে পেরেছেন সাইফুল।
ভিকটিমের স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে একই এলাকার রিপন, সুমন, উজ্জ্বলদের সঙ্গে সাইফুলের ঠিকাদারী ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল। রিপনেরই এক ছোট ভাই সন্ত্রাসী। বছরখানেক আগে তিনি মারা গেছেন। রিপনের ধারণা সাইফুল তাকে খুন করেছেন। এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও করেছেন রিপন। ফলে তাঁর বিশ্বাস, গুলিটা রিপনই করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশবক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, আহত সাইফুলের ডান ও বুকের বাম পাশে দুটি গুলি বিদ্ধ হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আগের চেয়ে ভালো।
ঢাকা: ছোটভাইকে হত্যার প্রতিশোধ নিতেই ঢাকা মহানগর দক্ষিণের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করা হয়েছে। এমন ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী সুমি বাদী হয়ে সবুজবাগ থানায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা নয়জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, এ ঘটনায় এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যায় মহানগর দক্ষিণের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গুলি করে দুর্বৃত্তরা। খিলগাঁও ফ্লাইওভারের পাশে চায়না পার্ক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। বুকে ও পেটে দুটি গুলি লাগে তাঁর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
ডিএমপির সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান আজকের পত্রিকাকে বলেন, আহত ব্যক্তির নামে একই থানাতে হত্যা মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে সেই হত্যার প্রতিশোধ নিতেই সাইফুলের ওপর হামলা হয়েছে। মামলা হয়েছে, আমরা আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি। তবে গুলিটা কে করেছে, সে বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।
মামলার বাদী সুমি এজাহারে উল্লেখ করেছেন, তাঁরা খিলগাঁও রেলগেট এলাকার বাসিন্দা। শনিবার উত্তর বাসাবো চায়না পার্ক রেস্টুরেন্টের পাশে শিকদার টেইলার্সে বসা ছিলেন তাঁর স্বামী। প্রথমে একজন এসে সাইফুলের সঙ্গে কথা বলে চলে যান। পাঁচ মিনিট পর লোকজন নিয়ে এসে কয়েকজন মিলে তাঁর ওপর গুলি চালানো হয়। তখন সেখানে ৯/১০ জনের মতো লোক ছিল। গুলি করার সময় রিপন নামের এক ব্যক্তিকে চিনতে পেরেছেন সাইফুল।
ভিকটিমের স্ত্রীর দাবি, বেশ কিছুদিন ধরে একই এলাকার রিপন, সুমন, উজ্জ্বলদের সঙ্গে সাইফুলের ঠিকাদারী ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল। রিপনেরই এক ছোট ভাই সন্ত্রাসী। বছরখানেক আগে তিনি মারা গেছেন। রিপনের ধারণা সাইফুল তাকে খুন করেছেন। এ ঘটনায় সাইফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলাও করেছেন রিপন। ফলে তাঁর বিশ্বাস, গুলিটা রিপনই করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশবক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, আহত সাইফুলের ডান ও বুকের বাম পাশে দুটি গুলি বিদ্ধ হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আগের চেয়ে ভালো।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৮ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫