Ajker Patrika

রামপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঢামেক প্রতিবেদক
রামপুরায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় একটি বাসায় রাতভর গৃহবধূকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরের দিকে ওই নারীকে অসুস্থ অবস্থায় তার স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গৃহবধুর ভাই অভিযোগ করেন, তাঁর বোনের স্বামী দুই মাস আগে বোনকে ফেলে বরিশাল চলে গেছে। তারপর থেকে বোন খিলগাঁও এলাকায় তাঁর বাসায় থাকে। এর আগে তাঁর বোন স্বামী সন্তান নিয়ে রামপুরা উলন রোড থাকত। সেখানে শরীফ নামের একজনের সঙ্গে তার বোনের পরিচয় হয়।

তিনি আরও জানান, তার বোনের স্বামী তাকে ফেলে যাওয়ার কারণে এই সুযোগটা নেয় শরীফ। বিভিন্ন সময় তাকে বিয়ের প্রলোভন ও খরচ পাতি দেওয়ার কথা বলে তার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে। গত রাতে তার বোনকে ডেকে নিয়ে যায় পূর্ব রামপুরা জাকিরের গলি এলাকার একটি বাসায়। সেখানে আগে থেকেই ইব্রাহিম ও মাইনউদ্দিন নামে দুই ব্যক্তি ছিল। তিনজন মিলে তার বোনকে মদ খাইয়ে রাতভর ধর্ষণ করে। এই কাজে সহযোগিতা করে এক নারী।

ভুক্তভোগীর ভাই বলেন, আজ সকালে অসুস্থ অবস্থায় একটি রিকশা যোগে আমার বোন বাসায় আসে। এবং বিস্তারিত খুলে বলে। পরে দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর গাইনি ওয়ার্ডে নিয়ে যাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রামপুরা থেকে এক নারী হাসপাতালে এসেছেন চিকিৎসার জন্য। তার পরিবার অভিযোগ করেছে সে গণধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি রামপুরা থানাকে অবগত করা হয়েছে।

রামপুরা থানার (এসআই) মারুফ জানান, এ রকম একটা শুনেছি। কোনো  লিখিত অভিযোগ পাইনি। তবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত