Ajker Patrika

সাভারে এক নারীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে এক নারীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

ঢাকার সাভার উপজেলার সাধাপুরের একটি খাল থেকে পলিথিনে মোড়ানো এক হাত, দুই পা ও মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথা না থাকায় নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকার পুরাতন সেতুর নিচে একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানকার খাল থেকে পলিথিনে মোড়ানো একটি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে দেখা যায় এটি একটি নারীর মরদেহ। যার পেট থেকে নিচের অংশ নেই। বাম হাতটিও দেহের সঙ্গে ছিল না। মরদেহের মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। পাশাপাশি দেহের যে সব অঙ্গ পাওয়া যায়নি সেসব অঙ্গ উদ্ধারের চেষ্টা করছি।’ 

প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে সাভারের পার্শ্ববর্তী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে এক নারীর কোমর থেকে পা পর্যন্ত অংশ উদ্ধার করা হয়। তাঁরও কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত