Ajker Patrika

৪ দিন আটকে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৯: ৪১
৪ দিন আটকে রেখে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাহ্‌রি খেতে নানির বাসা থেকে নিজ বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৩)। অভিযোগ উঠেছে ভুক্তভোগীকে রাস্তা থেকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিফাত (২০) নামে এক যুবককে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে ১৩ এপ্রিল ফতুল্লা থানা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রিফাত ওই এলাকার সুরুজ মিয়ার ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল ভুক্তভোগী রাত ৩টায় তার নানিকে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হয়। পথে আসামি রিফাত, আশরাফ আলীর ছেলে রাসেল (৪০) ও সিফাত (২২) তাকে তুলে নিয়ে যান। বাধা দিলে মারধর করা হয় ভুক্তভোগীর নানিকে। ঘটনার পর থেকে কিশোরীর পরিবার মেয়েকে খুঁজতে থাকে। 

ঘটনার চার দিন পর ১৭ এপ্রিল রাতে স্থানীয় লোকজনের সহায়তায় রিফাতকে আটক করতে সক্ষম হয় ভুক্তভোগীর পরিবার। পরে রিফাতের কথামতো আরেক আসামি রাসেলের বাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান রাসেল ও সিফাত। 

ভুক্তভোগী কিশোরীর বরাত দিয়ে তার পরিবার জানায়, তুলে নিয়ে যাওয়ার পর ভোররাতেই রাসেল তাকে দুবার ধর্ষণ করেন। এরপর তাকে ওই ঘরে আটকে রাখা হয়। পরদিন দুপুরে রিফাত তাকে ধর্ষণ করেন। এভাবে প্রতিদিন তার ওপর নির্যাতন চালানো হতো। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা বলেন, ‘আমরা খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই। সেখান থেকেই রিফাত নামে এক অভিযুক্তকে আটক করি। পরে সোমবার ভুক্তভোগীর পরিবার মামলা দায়ের করলে এই মামলায় রিফাতকে গ্রেপ্তার দেখানো হয়। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত