Ajker Patrika

বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১  

বিমানবন্দর প্রতিবেদক, উত্তরা 
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৩: ৫৭
বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার ১  

কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে মুদ্রা পাচারের অভিযোগে জাহাঙ্গীর গাজী (৩৬) নামের একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ চেকিং পয়েন্টে সোমবার ভোরে ওই পাচারকারীকে গ্রেপ্তারের পর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

মোহাম্মদ জিয়াউল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। সেখান থেকে আরেকটি কানেকটিং ফ্লাইটে রিজেক্টেড যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আইনেস গেট (সর্বশেষ চেকিং পয়েন্ট) থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জের পর প্রথমে তিনি অস্বীকার করেন। তখন তাঁর শরীর থেকে ৫০ হাজার রিয়েল পাওয়া যায়।’

মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরে যখন আমরা চেকিং ও স্ক্যানিং করা শুরু করি, তখন আমরা তাঁর কাছ থেকে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ মোট আটটি দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করি; যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।’

তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাওয়ার পর তাঁকে আমরা আমাদের অফিসে নিয়ে আসি এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ভালোভাবে চেক করি। তল্লাশি শেষে তাঁর কাছ থেকে বাংলাদেশি আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আমরা উদ্ধার করি।’ 

জিয়াউল হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর গাজী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু গত দুই বছরে তিনি ১২৮ বা ১৩০ বার বিদেশে যাতায়াত করেছেন। জাহাঙ্গীর কমার্শিয়াল যাত্রীর অন্তরালে লাগেজ সুবিধা নিয়ে ব্যবসা করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হবে। পরে কাস্টমস কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে একটি মানি লন্ডারিং আইনে মামলা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত