বিমানবন্দর প্রতিবেদক, উত্তরা
কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে মুদ্রা পাচারের অভিযোগে জাহাঙ্গীর গাজী (৩৬) নামের একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ চেকিং পয়েন্টে সোমবার ভোরে ওই পাচারকারীকে গ্রেপ্তারের পর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মোহাম্মদ জিয়াউল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। সেখান থেকে আরেকটি কানেকটিং ফ্লাইটে রিজেক্টেড যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আইনেস গেট (সর্বশেষ চেকিং পয়েন্ট) থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জের পর প্রথমে তিনি অস্বীকার করেন। তখন তাঁর শরীর থেকে ৫০ হাজার রিয়েল পাওয়া যায়।’
মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরে যখন আমরা চেকিং ও স্ক্যানিং করা শুরু করি, তখন আমরা তাঁর কাছ থেকে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ মোট আটটি দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করি; যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।’
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাওয়ার পর তাঁকে আমরা আমাদের অফিসে নিয়ে আসি এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ভালোভাবে চেক করি। তল্লাশি শেষে তাঁর কাছ থেকে বাংলাদেশি আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আমরা উদ্ধার করি।’
জিয়াউল হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর গাজী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু গত দুই বছরে তিনি ১২৮ বা ১৩০ বার বিদেশে যাতায়াত করেছেন। জাহাঙ্গীর কমার্শিয়াল যাত্রীর অন্তরালে লাগেজ সুবিধা নিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হবে। পরে কাস্টমস কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে একটি মানি লন্ডারিং আইনে মামলা করবেন।
কাপড়ের ব্যবসা ছেড়ে দিয়ে মুদ্রা পাচারের অভিযোগে জাহাঙ্গীর গাজী (৩৬) নামের একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তাঁর কাছ থেকে ১১ লাখ ৬৪ হাজার সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করা হয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ চেকিং পয়েন্টে সোমবার ভোরে ওই পাচারকারীকে গ্রেপ্তারের পর বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।
মোহাম্মদ জিয়াউল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল জাহাঙ্গীরের। সেখান থেকে আরেকটি কানেকটিং ফ্লাইটে রিজেক্টেড যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আইনেস গেট (সর্বশেষ চেকিং পয়েন্ট) থেকে আমরা তাঁকে আটক করি। পরে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। চ্যালেঞ্জের পর প্রথমে তিনি অস্বীকার করেন। তখন তাঁর শরীর থেকে ৫০ হাজার রিয়েল পাওয়া যায়।’
মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরে যখন আমরা চেকিং ও স্ক্যানিং করা শুরু করি, তখন আমরা তাঁর কাছ থেকে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় প্রায় ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ মোট আটটি দেশের বিভিন্ন মুদ্রা উদ্ধার করি; যা তিনি পাচার করার চেষ্টা করছিলেন।’
তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাওয়ার পর তাঁকে আমরা আমাদের অফিসে নিয়ে আসি এবং কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ভালোভাবে চেক করি। তল্লাশি শেষে তাঁর কাছ থেকে বাংলাদেশি আড়াই কোটি টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আমরা উদ্ধার করি।’
জিয়াউল হক বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর গাজী একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু গত দুই বছরে তিনি ১২৮ বা ১৩০ বার বিদেশে যাতায়াত করেছেন। জাহাঙ্গীর কমার্শিয়াল যাত্রীর অন্তরালে লাগেজ সুবিধা নিয়ে ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হবে। পরে কাস্টমস কর্মকর্তারা তাঁর বিরুদ্ধে একটি মানি লন্ডারিং আইনে মামলা করবেন।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৭ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
২০ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
২১ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫