Ajker Patrika

আ. লীগ নেতার এপিএস পরিচয় লাখ টাকা হাতিয়ে নিতেন রেডিও টেকনিশিয়ান

সাভার (ঢাকা) প্রতিনিধি
আ. লীগ নেতার এপিএস পরিচয় লাখ টাকা হাতিয়ে নিতেন রেডিও টেকনিশিয়ান

পরিচয় দিতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনের ব্যক্তিগত সহকারী (এপিএস)। এই পরিচয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চাইতেন নাটোরের এক যুবক। এভাবে ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি হাতিয়েও নিয়েছেন লাখ লাখ টাকা।

আজ বুধবার ওই ভুয়া এপিএসকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে রংপুর শহরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আবু হুরায়রা ওরফে খালিদ (২৫)। নাটোর জেলার সিংড়া থানার বালুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে তিনি। এর আগে সোমবার সাভার থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রকৃতপক্ষে একজন রেডিও টেকনিশিয়ান। কিন্তু সিনিয়র আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এমপি মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছেন। পরে ডিবির এএসপি মোবাশশিরা হাবিব খানের নেতৃত্বে রংপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি টিম।’

উল্লেখ্য, এসএম কামাল হোসেন রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত