Ajker Patrika

পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক জেলা রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১: ৪৭
পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক জেলা রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাটের সাবেক জেলা রেজিস্ট্রার ফজলার রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলাটি করা হয়। সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। 
 
মামলার এজাহারে বলা হয়, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ (২) ও ৪ (৩) ধারায় আসামির নামে অভিযোগ রয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. ফজলার রহমানের সন্তানদের নামে মোট ২ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। আয়কর নথি অনুযায়ী ফজলার রহমানের মোট আয় ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। আর তাঁর পারিবারিক ব্যয় ৩৪ লাখ ১১ হাজার ৮২০ টাকা। 

পারিবারিক ব্যয় বাদে তাঁর নিট আয় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৪৪৪ টাকা। এ ক্ষেত্রে ফজলার রহমানের নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রেখে অপরাধ করেছেন। 

এ ছাড়া ফজলার রহমান ছেলের নামে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত