Ajker Patrika

মগবাজারে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২৩, ১৬: ০৯
মগবাজারে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেপ্তারকৃতরা হলেন পরেশ ওরফে দুমাসু ও মো. জাহিদ ওরফে হানিফ। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ বুধবার গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।  

মো. এরশাদুর রহমান বলেন, হাতিরঝিল থানার মগবাজারের আউটার সার্কুলার রোডে ফেনসিডিল বিক্রির জন্য দুজনের অবস্থান নেওয়ার তথ্য আসে পুলিশের কাছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে পরেশ ও জাহিদকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত